Homeসব খবরবিনোদন১০১ টাকা দেনমোহরে রাজকে বিয়ে করেছিলেন পরীমণি

১০১ টাকা দেনমোহরে রাজকে বিয়ে করেছিলেন পরীমণি

বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল রাজ-পরীর সংসার ভেঙে যাওয়ার। বুধবার (২০ সেপ্টেম্বর) খবর আসে গুঞ্জনই সত্য হলো, ভেঙে গেছে পরীমণি ও শরীফুল রাজের সংসার। রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি।

গত বছরের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। দুই পক্ষের কেউ দেনমোহরের চাপে থাকতে চায়নি বলেই এমন একটি প্রতীকী অঙ্ক নির্ধারণ করেছিলেন তারা।

রাজ-পরীর দেড় বছরের সংসার জীবনে একটি সন্তানও আছে। রয়েছে নানান ঘটনা। সেইসব ঘটনার জেরে বহুবার আলোচনায় এসেছেন পরীমণি। স্বামী রাজের প্রতি বহুবার সন্দেহের তীর ছুড়েছেন পরী। তার এই সন্দেহে কখনও নাম আসে সুনেরাহ বিনতে কামাল, আবার কখনও বিদ্যা সিনহা মিমের। আর এসব নিয়ে জলঘোলাও কম হয়নি। শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায় পরী-রাজের সম্পর্ক।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।

Advertisement