Homeসব খবরজেলার খবররঙিন ফুলকপি চাষে আগ্রহ বাড়ছে বিলকাঠোর কৃষকদের

রঙিন ফুলকপি চাষে আগ্রহ বাড়ছে বিলকাঠোর কৃষকদের

নতুন জাতের সবুজ, হলুদ ও বেগুনি রঙ্গের ফুলকপি চাষ করে সফলতা পেয়েছেন নাটোরের বিলকাঠোর গ্রামের এক কৃষক। রঙিন এ ফুলকপি চাষে দরকার হয় না কীটনাশকের। দামও ভালো পাওয়ায় আগ্রহ বাড়ছে অন্য চাষিদের।

বন্ধুর কাছে শুনে ও কৃষি বিভাগের সহায়তায় রঙিন কপি চাষ করেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলকাঠোর গ্রামের কৃষক আব্দুল আলিম। দেশি ফুলকপির পাশাপাশি ১০ কাঠা জমিতে চাষ করেছেন সবুজ, হলুদ ও বেগুনি রঙের কপি। যা বিক্রি করে মাসে আয় করছেন প্রায় দেড় লাখ টাকা।

নতুন জাতের এ ফুল কপি কিনতে ও দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। পুষ্টিগুণে ভরা এ কপি চাষে বাড়তি কীটনাশকের প্রয়োজন হয় না। তাই আগ্রহ বাড়ছে অন্য কৃষকের বলছেন কৃষি কর্মকর্তা।

কৃষক আলীমের এ ক্ষেতে কপি ছাড়াও পলিনেট পদ্ধতিতে চাষ করা হয়েছে কলা, বেগুনি শিম ও কীটনাশক মুক্ত টমেটো।

Advertisement