Homeঅন্যান্যযোগ্যতা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য, বিএ পাস করে জবাব দিলেন ভ্যানচালক

যোগ্যতা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য, বিএ পাস করে জবাব দিলেন ভ্যানচালক

পেশায় ভ্যানচালক হায়দার আলী। পিরোজপুরের নাজিরপুর উপজেলার রামনগর গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে। অভাব-অনটন আর নিয়তির সঙ্গে লড়াইটা সেই শৈশব থেকে। তবে পরাজিত সৈনিক নন তিনি, বরং অপরাজিত নায়কের মতো বাঁচার প্রত্যয়ে চলছে তার জীবন-সংগ্রাম। কখনও ভ্যান চালানো, দিনমজুরের কাজ কিংবা মাছ ধরা- এসবই তার জীবিকার উৎস। এভাবেই এসএসসি, এইচএসসি পাস করেন হায়দার আলী। এরপর ২০১৮ সালে নাজিরপুর কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ভর্তি হন।

গত বৃহস্পতিবার বাউবির বিএ পরীক্ষার ফল প্রকাশিত হয়। জিপিএ-২.৮৩ পেয়ে উত্তীর্ণ হন চার সন্তানের জনক হায়দার আলী। তার বিএ পাস করার খবর নিশ্চিত করেছেন বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুল হাই বাবু।

হায়দার বলেন, ১৯৯৪ সালে প্রথম বিভাগে মাধ্যমিক পাস করেন। তারপর অনেক বাধ্য হয়ে শিক্ষাজীবনের ইতি টানতে হয় তাকে। দীর্ঘ বিরতির পর ২০১৩ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসিতে ভর্তি হন। পরিবারের ঘানি, স্ত্রী-সন্তানদের ভরণপোষণ আর দায়িত্ব পালনের পরও ৩.৮৩ পেয়ে এইচএসসি পাস করে এলাকায় চমক দেখান হায়দার। জীবনে কোনো কিছুই বাধা হতে পারেনি হায়দার আলীর শিক্ষা অর্জনের পথে। ভ্যান চালানোর পাশাপাশি লেখাপড়া শেখার অদম্য আগ্রহের কারণে রাতে পরিবারের সকলে ঘুমিয়ে পড়লে এবং দিনে ভ্যান চালানোর ফাঁকে পড়ালেখা চালিয়ে যেতেন হায়দার। ইংরেজিতে তার বেজায় দখল। কথায় কথায় ইংরেজি বলার প্রাকটিস ও নতুন শব্দ শেখার আগ্রহ তার শব্দভাণ্ডার সমৃদ্ধ করেছে। হায়দার বলেন, এবার আমার স্বপ্ন উচ্চতর ডিগ্রি অর্জন। যত বছরই লাগুক, আমি এমএ পাস করবই করব। চাকরি পাওয়ার জন্য না, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার বাসনা থেকে এ শিক্ষা অর্জন করছি।’

হায়দার সম্পর্কে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ‘হায়দার আলী একটি সাহসের নাম। সংগ্রামী, পরিশ্রমী, দৃঢ়, অপরাজিত, স্বপ্ন দেখা একজন। শিক্ষাবঞ্চিত মানুষের আদর্শ তিনি। এই রকম মানুষের পাশে সব সময় রয়েছে বাউবি। প্রযুক্তির কল্যাণে আমাদের শিক্ষাক্রম এখন সারা দেশেই সকল বয়সের, পেশার নাগরিকের ঘরে বসে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিচ্ছে। শুধু তাই নয়, জনকল্যাণের জন্য সম্প্রতি গবেষণার সুযোগও অবারিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাউবি।’

Advertisement