Homeসব খবরবিনোদনযেকারণে লাইভে এসে অঝোরে কাঁদলেন নায়িকা ‍পূজা চেরী

যেকারণে লাইভে এসে অঝোরে কাঁদলেন নায়িকা ‍পূজা চেরী

ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদলেন ঢালিউডের অন্যতম নায়িকা পূজা চেরী। দুঃসংবাদটি হলো, তার পোষা বিড়ালটি মারা গেছে।

আজ রোববার দুপুরে পূজাদের ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে মারা যায় পোষা বিড়ালটি। ঘটনার আকস্মিকতায় শোকাচ্ছন্ন ঢাকাই ছবির এই নায়িকা। এদিন বিকেলে লাইভে এসে পূজা চেরি জানান, বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

পূজা বলেন, ‘চার বছর ধরে আমরা একসঙ্গে আছি। আজকে সকালেও তাকে আমি গোসল করিয়েছি। কিন্তু কী হলো জানি না। আমার বাবার রুমের পাশের বারান্দা থেকে পড়ে গেছে বা লাফ দিয়েছে। লাফ দেওয়ার কথা নয়, সে নিয়মিতই ওদিক দিয়ে ঘুরে এসে আমার কাছে বসে, কথা বলে। কিন্তু আর আর ফিরে এল না।’

পূজা জানান, প্রিয় প্রাণীটিকে সমাহিত করবেন দ্রুত। ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত নায়িকা পূজা। মুক্তির অপেক্ষায় আছে তার ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’ সিনেমাগুলো। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমার।

Advertisement