Homeসব খবরক্রিকেটযদি কাজ না করি তাহলে আমি পাগল হয়ে যাব...

যদি কাজ না করি তাহলে আমি পাগল হয়ে যাব : সাকিব

শনিবার (১ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে দুপুরে সাভার যান সাকিব। এরপর সন্ধ্যায় হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে একটি বাইক কোম্পানির প্রচারণা অনুষ্ঠানে যোগ দেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেন সুপারম্যান। এই খেলার মাঠে তো একটু পর অতিথি হয়ে কোনো অনুষ্ঠান কিংবা বিজ্ঞাপন মঞ্চে। সকালে ঢাকায় তো বিকেলে চট্টগ্রাম কিংবা সিলেটে। পরদিন আবার হয়তো ঢাকায়। গত এক মাসের চিত্র এমনটাই ছিল সাকিব আল হাসানের।

মাঠের লড়াই শেষ করেই বিজ্ঞাপন মঞ্চে শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সাকিবের যেন ক্লান্তি নেই। বাংলাদেশের সুপারস্টার যেন ক্লান্ত হন না। তাই তো সাকিবও বললেন, আমি যদি কাজ না করি তাহলে আমি পাগল হয়ে যাব। আর মাঠ, ব্যবসা কিংবা বিজ্ঞাপন ব্যস্ততা, এতো কিছু কিভাবে সামলান সাকিব? এমন প্রশ্নে কিছু দিন আগে ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছিলেন, ‘যে পারে সে সব পারে।’

সাকিব সাংবাদিকদের বলেন, ‘আমার কাছে মজা লাগে, আমি উপভোগ করি এটা। আমার কাছে মনে হয়, আমি যদি কাজ না করি তাহলে আমি পাগল হয়ে যাব। সুতরাং আমি কাজ করতে চাই।’

সাকিব আরও বলেন, ‘২০০৬/৭ হবে, আব্বু চালানো শিখিয়ে দিয়েছিল মাগুরাতে। প্রথমবার ঐ সময়েই শেখা। মাগুরাতে যখনই থাকি বাইক চালানো হয়। আর বন্ধুদের সাথে যখন একসাথে বাইক নিয়ে বের হই, ওটার একটা আলাদা মজাই আছে। আমরা গ্রামের ভেতর চলে যাই, আড্ডা দেই। ওটার একটা আলাদা রকম ফিলিংস আছে।’

Advertisement