Homeসব খবরক্রিকেটম্যাচ শেষ করে রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ

ম্যাচ শেষ করে রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে অনুজ্জ্বল পারফরম্যান্স ও করুণ পরিণতির পর কিছুদিন ঘরে বসে নিজেদের ঝালাই করার সুযোগ নেই। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির পর টেস্টেও হতাশাজনক পারফরম্যান্সের পর একদিন নিজ পরিবারের সঙ্গে কাটানোরও ফুরসত মিলবে না। বুধবার সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে টিম হোটেলে ফিরে দিনগত রাতেই নিউজিল্যান্ড যাত্রা বাংলাদেশ দলের। রাত ১টায় নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমানে চেপে বসবেন মুমিনুল হক, মুশফিকুর রহিমরা।

আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। তারপর ৯ থেকে ১৪ জানুয়ারি দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, তাহলে প্রায় তিন সপ্তাহ আগে যাওয়া কেন? বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম দিয়েছেন এ কৌতূহলি প্রশ্নের উত্তর। তিনি জানিয়েছেন, ‘সফরের সূচি যখন করা হয়েছে, তখন নিউজিল্যান্ডে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ছিল। যে কারণে প্রায় তিন সপ্তাহ পর টেস্ট শুরুর তারিখ ধার্য্য করা হয়েছে।’

এখন গিয়ে অবশ্য আর দুই সপ্তাহ নয়, এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর দুইটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলে ২০২২ সালের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে মাঠে নামবে টিম বাংলাদেশ।

Advertisement