Homeসব খবরক্রিকেটম্যাচ চলাকালীন মিরপুরের ফ্লাডলাইটে আ’গুন

ম্যাচ চলাকালীন মিরপুরের ফ্লাডলাইটে আ’গুন

টস জিতে ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত ৩০.১ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান তুলেছে নিউজিল্যান্ড। এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হয়েছে পেসার খালেদ আহমেদের। এছাড়া বিশ্রামে থাকা পেসার হাসান মাহমুদও আছেন আজকের একাদশে।

এদিকে, বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালীন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইটে অ’গ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিউজিল্যান্ডের ইনিংসের ২৫ ওভার চলার সময় উত্তর দিকের গ্যালারির সাথে লাগানো ফ্লাডলাইটে আ’গুন দেখা যায়। এতে এই গ্যালারির সমর্থকদের আত’ঙ্কিত হতেও দেখা যায়। যদিও এই কারণে খেলা বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটেনি।

আ’গুন লাগার পরপরই বন্ধ করে দেয়া হয় এই ফ্লাডলাইটের বিদ্যুৎ সংযোগ। দুই ফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মারাইজ ইরাসমাস আগুন লাগার দৃশ্য দেখেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এর আগে ১৪ আগস্ট মিরপুরে এশিয়া কাপের ক্যাম্প চলাকালীনও ফ্লাডলাইটে আগুন লাগার ঘটনা ঘটেছিল।
বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে।

Advertisement