Homeফুটবলমেসির পেনাল্টি মিসের রাতে পিএসজির জয়ের নায়ক এমবাপ্পে

মেসির পেনাল্টি মিসের রাতে পিএসজির জয়ের নায়ক এমবাপ্পে

নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ছড়ি ঘুরালেও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিলো না প্যারিস সেন্ট জার্মেইয়ের। তদুপরি লিওনেল মেসির পেনাল্টি মিসে জয়ের আশা আরও ক্ষীণ হয় দলটির। যদিও শেষ মুহূর্তে এসে সব আলো নিজের করে নিলেন কিলিয়ান এমবাপে। নান্দনিক এক গোলে পুরো পার্ক দ্য প্রিন্সেসের দর্শকের উল্লাসে মাতালেন, দলকে এনে দিলেন বহুল প্রত্যাশিত জয়।

প্যারিসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে এমবাপের এই একটি মাত্র গোলেই জয় তুলে নিলো পিএসজি। সেই সাথে কোয়ার্টার ফাইনালের পথেও এক পা এগিয়ে থাকলো প্যারিসিয়ানরা। এই ফরাসি ফরোয়ার্ডের শেষ মুহূর্তের গোলে স্বস্তির জয় পিএসজির।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পার্ক দ্যা প্রিন্সেসে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারায় পিএসজি। নির্ধারিত নব্বই মিনিট শেষে যোগ করা চার মিনিটের মাথায় পিএসজির জয় নিশ্চিত করেন এমবাপ্পে। আগামী ১০ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।

Advertisement