Homeফুটবলমেসিকে নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের সুখবর দিলেন স্কালোনি

মেসিকে নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের সুখবর দিলেন স্কালোনি

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত ভোর ৫টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সর্বশেষ আর্জেন্টিনার হয়ে গত মাসে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে মাংসপেশির চোটে পড়েছিলেন লিওনেল মেসি। ইনজুরি থেকে সেরে ওঠা মেসি সেই ম্যাচে খেলবেন কি না তা জানার কৌতুহল রয়েছে ফুটবলপ্রেমীদের।

আর্জেন্টিনা লিওনেল মেসির হাত ধরে প্রায় তিন যুগের অবসান ঘটিয়ে বিশ্বকাপ জয় করে। দলের সাথে যোগ দিলেও এই ম্যাচে এলএমটেন খেলবেন কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিত করে জানায়নি দেশটির ফেডারেশন। ইনজুরির কারণে গত মাসে বলিভিয়ার বিপক্ষে খেলা হয়নি মেসির। খেলা হচ্ছে না আনহেল ডি মারিয়ারও। এই জায়গায় মাঠে নামার সম্ভাবনা আছে লো সেলসোর। দু’দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে আনর্জেন্টিনা। ৫৯ ম্যাচে জয়ের বিপরীতে আলবিসেলেস্তাদের হার ১৬টি। আর ড্র হয়েছে ৩৫ ম্যাচ।

বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি বলেন, ‘আমরা মেসির অবস্থা ভালো দেখেছি। তারপরও আমি তার সঙ্গে কথা বলবো সে খেলতে চায় কি না সেটি জানার জন্য। তার সিদ্ধান্ত জানার পরই দল চূড়ান্ত করা হবে। সবচেয়ে বড় কথা মেসি ঠিক আছে। আমরা এই ব্যাপারে নিশ্চিত যে সে ম্যাচের শুরু থেকেই খেলার সামর্থ্য রাখে। চারদিন পর আমাদের আরও একটি ম্যাচ রয়েছে। সে প্যারাগুয়ের বিপক্ষে ৮০ মিনিট খেলতে পারে এবং পেরুর বিপক্ষে নাও খেলতে পারে। আবার এমনও হতে পারে দুইটি ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলতে পারে সে।’

এদিকে, ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে ব্রাজিল স্কোয়াডে যোগ দিয়েছেন নেইমার ও ভিনিসিয়াস জুনিয়র। কাতার বিশ্বকাপে হেক্সা মিশন সম্পন্ন না হওয়ায় এবার ঘুরে দাঁড়াতে মরিয়া সেলেসাওরা। অনুশীলনে বাড়তি ঘামও ঝরিয়েছে তারা। ক্যারিয়ারে ইতি টানার আগে দেশকে ষষ্ঠ শিরোপা উপহার দিতে চান নেইমার জুনিয়র। ২৯ মোকাবিলায় ভেনেজুয়েলার বিপক্ষে ২৪টি জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। পাশাপাশি, ২টি হারের সাথে ৩টি ড্র আছে সেলেসাওদের।

Advertisement