Homeসব খবরবিনোদনমেয়ের বিয়ে দিলেন ডলি সায়ন্তনী, স্বাগত জানালেন আসিফ

মেয়ের বিয়ে দিলেন ডলি সায়ন্তনী, স্বাগত জানালেন আসিফ

গত ৭ অক্টোবর রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় কথা ও প্রিন্সের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর বড় মেয়ে নুসরাত জাহান কথার বিয়ে সম্পন্ন হয়েছে। ধামরাইয়ের ছেলে সাজিদ রহমান প্রিন্সের সঙ্গে তার বিয়ে হয়।

বিয়ের ছবি ফেসবুকে শেয়ার করেছেন গায়ক আসিফ আকবর নবদম্পতি ও বন্ধু ডলিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, বড় মেয়ের বিয়ে দিয়ে শাশুড়ি হয়ে গেল প্রিয় ডলি সায়ন্তনী। আমার কাতারে স্বাগত বন্ধু। নুসরাত জাহান কথা ও সাজিদ রহমান প্রিন্স-তোমরা দাম্পত্য জীবনে অনেক সুখী হও। আনন্দে বাঁচো। ভালোবাসা অবিরাম।

জানা গেছে, শুক্রবার বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। এদিন দুই পরিবারের সদস্যরা ছাড়াও বিয়েতে নিকট আত্মীয়রা আমন্ত্রিত ছিলেন। বিয়েতে উপস্থিত ছিলেন আসিফ আকবর, কবির বকুল, দিনাত জাহান মুন্নী, আলম আরা মিনুসহ প্রমুখ।

Advertisement