Homeসব খবরক্রিকেটমুস্তাফিজের কাছ থেকে তাঁর মতো কাটার শিখছেন শরিফুল ইসলাম!

মুস্তাফিজের কাছ থেকে তাঁর মতো কাটার শিখছেন শরিফুল ইসলাম!

বাংলাদেশ ঘরোয়া ক্রিকেট লীগে কয়েকটি টুর্নামেন্ট একসাথে খেলেছেন বর্তমানে জাতীয় দলের ফাস্ট বোলার শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান। ঢাকা প্রিমিয়ার লিগ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মোস্তাফিজ ও শরিফুল ছিলেন একই দলে।

তাদের ঘনিষ্ঠতা সেই সময় থেকেই। ঘরোয়া ক্রিকেটের পর জাতীয় দলে একসঙ্গে খেলায় দুই পেসারের কাজ করা সহজ হয়ে গিয়েছে। সেইসাথে মুস্তাফিজের কাছ থেকে অনেক কিছু শিখছেন ফাস্ট বোলার শরিফুল ইসলাম। মুস্তাফিজের কাছ থেকে তার কাটার শিখছেন শরিফুল।

গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শরিফুল ইসলাম বলেন, ‘মোস্তাফিজ ভাইয়ের কাছে আমি শেখার চেষ্টা করছি, তিনি কীভাবে কাটার করেন। আমি অনুশীলনে এটা চেষ্টা করছি, ম্যাচে এখনো করা হয়নি। আমি শিখছি, তিনি বলছেন তার কাটারটা একদম ভিন্ন ধরনের, তার মতো চেষ্টা করছি।”

“মিরপুরে ডানহাতির জন্য কাটারটা সবসময়ই বিপজ্জনক বল, এমনটা বলেছেন তিনি। কারণ (বল) হালকা থেমে টার্ন করে স্পিনের মতো। কাটারটা বেশি ব্যবহার করতে বলছিলেন তিনি।’

পাশাপাশি মাঠে মোস্তাফিজের পরামর্শ বেশ কাজে আসছে বলে দাবি করলেন শরিফুল, ‘আমি শেষ বঙ্গবন্ধু টি–টোয়ন্টি কাপে মোস্তাফিজ ভাইয়ের সঙ্গে খেলেছিলাম, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি, এখন আবার জাতীয় দলে খেলছি। ওনার সঙ্গে বোলিং করার মজাই আলাদা। বোলিংয়ের সময় উনি ইতিাবচক কথা বলেন।”

“কোনটা করলে ভালো, কোনটা না করলে ভালো। ব্যাটনম্যানকে তাড়াতাড়ি বুঝতে পারেন। আমি যখন বোলিংয়ে আসি তার আগেই আমাকে বলে দেন যে এরকম করলে ভালো হয়, তোর যেটা ভালো মনে সেটাই করে দেখ। আমি তো অভিজ্ঞ নই, তখন সেটা তাড়াতাড়ি নিলে জিনিসটা সহজ হয়।”

Advertisement