Homeসব খবরক্রিকেটমুস্তাফিজুর রহমানের বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ রাজস্থান রয়েলস

মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ রাজস্থান রয়েলস

‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। বর্তমান সময়ে নিজের সেরা ছন্দে রয়েছেন এই কাটার মাস্টার। শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৩৪ রানে ৩ উইকেট তুলে নেয়ার পর গতকাল দ্বিতীয় ম্যাচেও বিধ্বংসী বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। গতকাল বল হাতে মাত্র ৬ ওভার বোলিং পেয়েছিলেন মুস্তাফিজ।

এই ৬ ওভারে এক মেডেনসহ ১৬ রানের বিনিময়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট। মুস্তাফিজুর রহমানের বোলিং দেখে মুগ্ধ তার আইপিএলে দল রাজস্থান রয়েলস। গতকাল শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়ের পর মুস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে রাজস্থান রয়েলস।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজস্থান রয়েলস লেখেন, ⚡ does strike twice. 😉
3/16 (6) for Fizz as 🇧🇩 go 2-0 up to claim the series against 🇱🇰”

আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। স্থগিত হয়ে যাওয়ার আগে রাজস্থান রয়েলসের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ। পাওয়ার প্লে ও স্লগ ওভারে বোলিং করেও ওভারপ্রতি রান দিয়েছেন ৮ দশমিক ২৯ করে। সেই সাথে সাত ম্যাচে তুলে নিয়েছেন ৮ টি উইকেট।

Advertisement