Homeসব খবরক্রিকেটমুশফিক-সাকিবের কাঁধে বাংলাদেশ

মুশফিক-সাকিবের কাঁধে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস হার এড়াতে লড়ছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ষষ্ঠ উইকেট জুটির উপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য।

২৫ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেট জুটিতে মুশফিকের সঙ্গে দারুণ ব্যাট করছিলেন লিটন দাস। দলের রান তিনঅঙ্ক ছোঁয়ার খুব কাছে গিয়ে উইকেট বিলিয়ে আসেন লিটন। ভাঙে ৭৩ রানের জুটি। লিটনের ব্যাটে আসে ৪৫ রান। ৮১ বলের ইনিংসে মারেন সাতটি চার।

শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে সাকিব নেমে হাসান আলির ওভারে টানা তিনটি চার মেরেছেন। দুজনই থিতু মিরপুরের উইকেটে। ম্যাচ ড্রয়ের দিকে নিতে হলে আরও কিছুটা সময় উইকেটে কাটানো ছাড়া পথ নেই।

ঢাকা টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনের খেলা চলছে। বৃষ্টির কারণে প্রায় আড়াই দিন অলস কাটায় বুধবার সেশনগুলো বড় হচ্ছে।

পাকিস্তানের ৪ উইকেটে ৩০০ রানের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ৮৭ রানে। ফলো-অনে পড়া স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের শুরুটাও হয়েছে বাজে। অভিজ্ঞ মুশফিক ও সাকিবের প্রতিরোধে ড্রয়ের আশায় বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২৯ রান। মুশফিক ৩৮ ও সাকিব ১৬ রানে অপরাজিত।

Advertisement