Homeসব খবরজেলার খবরমিষ্টি কুমড়ার বাম্পার ফলনে খুশি চাষিরা

মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে খুশি চাষিরা

কৃষি নির্ভর ব্রাহ্মণবাড়িয়া জেলায় বারোমাস মিষ্টি কুমড়ার চাষ করতে কৃষি বিভাগ নানা উদ্যোগ গ্রহন করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের উদ্যোগে বাড়ির আশপাশে মাঠে ঘাটে কুমড়ার ব্যাপক ফলন হয়েছে। কুমড়ার চাহিদা ও বাজারে ভালো দাম থাকায় খুশি। কৃষকরা।

২২০ হেক্টর জমিতে নানা জাতের মিষ্টি কুমড়ার বীজ বপন করেছেন কৃষকরা। কৃষি নির্ভর এই জেলায় বারোমাস মিষ্টি কুমড়ার চাষ করা হয়। আগে শুধু বাড়ির আঙিনায় চাষ হলেও এখন তা বাণিজ্যিক রূপ ধারন করেছে। কেউ কেউ আবার অন্য ফসলের সাথে সাথি ফসল হিসেবে কুমড়া চাষ করে বাড়তি আয় করছেন। বর্তমানে এই জেলায় কলা, আলু, আখসহ বিভিন্ন ফসলের সাথে সাথে মিষ্টি কুমড়ার চাষ বাড়ছে। কম খরচে বেশি লাভ হওয়ায় বিজয়নগরে দিন-দিন বাড়ছে মিষ্টি কুমড়ার আবাদ।

কুমড়া চাষি হামদু বলেন, ১ বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষে সব মিলিয়ে তার খরচ হয় ১২ হাজার টাকা। এই বছর ২০ বিঘা জমিতে মিষ্টি কুমড়া বীজ রোপণ করেছি। ভালো ফলন হলে একেক বিঘা জমির উৎপাদিত মিষ্টি কুমড়া বিক্রি হবে ২৫-৩০ হাজার টাকা। এবছর আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলন হয়েছে। বাজারে ভালো দাম পাব বলে আশা করছি। কুমড়ার বীজ জমিতে রোপনের ৮৫ থেকে ৯০ দিনের মধ্যেই কুমড়া বিক্রি করা সম্ভব।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত সাহা বলেন, অল্প ব্যয়েই কুমড়া চাষ করে অধিক লাভবান হওয়া যায়। এই সবজি সাথি ফসল হিসেবে ব্যাপক চাষ হয়। কুষি বিভাগ থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ দেয়া হয়। কৃষকরা যেন সঠিকভাবে কুমড়া চাষ করতে পারে কৃষি বিভাগ সেই দিকে নজর দিচ্ছে।

Advertisement