Homeঅন্যান্য‘মিধিলি’র পরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

‘মিধিলি’র পরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র ধাক্কা কাটতে না কাটতে ‘মিগজাউম’ নামের আরেকটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূলে এর প্রভাব পড়তে পারে বলে বিভিন্ন আবহাওয়া বিষয়ক সাইটের সূত্রে জানা গেছে।

ভারতীয় আবহাওয়া বিভাগের সূত্রমতে, কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল একটি ঘূর্ণাবর্ত। রবিবার সেটি অবস্থান করছিল দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ থাইল্যান্ডের উপর। গতকাল সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সেই নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীর উপর। ক্রমেই এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

এরপর নিম্নচাপটি ডিসেম্বরের ১ থেকে ৩ তারিখের মধ্যে গভীর নিম্নচাপ থেকে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

চলতি বছরে ১৭ নভেম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশ উপকূলে আঘাত হানে। আঘাতের সময় পটুয়াখালীতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১০২ কিলোমিটার। ঘূর্ণিঝড় ‘মিধিলি’র গতিপথে আসা ‘মিগজাউম’ হবে এবছরের চতুর্থ ঘূর্ণিঝড়।

Advertisement