Homeসব খবরবিনোদনমায়ের জন্য এক ভি’ডিও বার্তায় শাবনূরের ছেলে আইজানের আকুতি

মায়ের জন্য এক ভি’ডিও বার্তায় শাবনূরের ছেলে আইজানের আকুতি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর ক’রোনায় আক্রা’ন্ত হয়েছেন। অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) শাবনূরের বোন ঝুমুর বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, ‘কয়েকদিন থেকে শাবনূর আপুর জ্বর ছিল। পরে তার নমুনা টেস্ট করানো হয়। ফলাফল পজিটিভ আসে। হঠাৎ শারী’রিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।’

গত ১৪ ডিসেম্বর ছিল শাবনূরের জন্মদিন। তবে জন্মদিনে দেশে ফেরার কথা থাকলেও পারেননি বাংলা সিনেমার খ্যাতিমান এই অভিনেত্রী। কয়েক বছর ধরেই ছেলে আইজানকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়িকা শাবনূর। তার পরিবারের অন্যান্য সদস্যরাও সিডনিতে থাকেন। ২৯ ডিসেম্বর ছেলের জন্মদিনে থাকতে পারছেন না শাবনূর।

এক ভি’ডিও বার্তায় শাবনূরের ছেলে আইজান বলে, ‘আজ আমার জন্মদিন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা উদযাপন করতে পারছি না। কারণ আমার মা হাসপাতালে ভর্তি। তিনি ক’ভিড আক্রা’ন্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’

Advertisement