Homeসব খবরক্রিকেটমাহমুদউল্লাহকে অপচয় করছে বাংলাদেশ : মিসবাহ

মাহমুদউল্লাহকে অপচয় করছে বাংলাদেশ : মিসবাহ

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ-উল হক তো মনে করেন, মাহমুদউল্লাহকে অপচয় করছে বাংলাদেশ। বিশ্রামের নামে মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার সমালোচনা আগে থেকেই ছিল। এবার তা নতুন মাত্রা পেয়েছে দলে ফিরে নিজেকে আবারও প্রমাণ করায়।

বিশ্বকাপে দলে যার থাকা নিয়ে ছিল এত সংশয়, সেই মাহমুদউল্লাই আসরে বাংলাদেশের সেরা ব্যাটার। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের কারণে তাকে ব্যাটিং করতে হচ্ছে নিচের দিকে। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মঙ্গলবার ছয়ে ব্যাট করলেও আগের দুই ম্যাচে খেলেছেন আট ও সাতে। দলের এ সিদ্ধান্তে খুশি নন মিসবাহ।

এবারের বিশ্বকাপে মাহমুদউল্লাহ এখন পর্যন্ত তিন ইনিংস খেলে রান করেছেন ৪১*, ৪৬ ও ১১১। মিসবাহ মনে করেন, রিয়াদকে নিচের দিকে খেলানোর ফলে তার কাছ থেকে সেরাটা পাচ্ছে না বাংলাদেশ দল। মাহমুদউল্লাহকে অপচয় করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

‘রিয়াদ অসাধারণ খেলেছে। ২০১৫ বিশ্বকাপেও সে দুটি সেঞ্চুরি করেছিল। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি পেয়েছিল। দক্ষিণ আফ্রিকার পেসারদের বিপক্ষে তাকে বেশ গোছানো মনে হয়েছে। এটি বিশ্বকাপে তার চতুর্থ সেঞ্চুরি। সব কটিই ভালো প্রতিপক্ষের বিপক্ষে করেছে। আগেও বলেছি, বাংলাদেশ মাহমুদউল্লাহকে অপচয় করছে।’

ছন্দে থাকা রিয়াদকে সাত কিংবা আটের পরিবর্তে ব্যাটিং অর্ডারের ওপরে নিয়ে আসা উচিত বলে মনে করেন মিসবাহ।

‘এমন দারুণ ফর্মে থাকলে আমার মতে রিয়াদকে আরও ওপরে ব্যবহার করা উচিত। বুঝতে পেরেছি, আপনি তাকে ফিনিশারের ভূমিকা দিয়েছেন। কিন্তু দলের প্রয়োজন হলে কেন সেটি আপনি পরিবর্তন করবেন না? মাহমুদউল্লাহ রিয়াদ পরিপূর্ণ একজন ব্যাটসম্যান, আর অভিজ্ঞও।’

Advertisement