Homeসব খবরজেলার খবরমাস্ক বিক্রি করে সংসার চালানো শিশু তরিকুল নিখোঁজ

মাস্ক বিক্রি করে সংসার চালানো শিশু তরিকুল নিখোঁজ

সাতক্ষীরা শহরে মাস্ক বিক্রি করে পরিবারের খরচ চালানো ছোট্ট শিশু তরিকুল ইসলাম (৯) নিখোঁজ হয়েছে। দুই দিন ধরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। তরিকুল ইসলাম সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গী গ্রামের ভ্যানচালক রফিকুল ইসলামের ছেলে। সে পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

তরিকুলের বাবা রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলছে না।

তিনি বলেন, শহরের ন্যাশনাল ব্যাংকের পাশের একটি ছেলে মারুফ ও তরিকুল একসঙ্গে মাস্ক বিক্রি করতো। মারুফ বলছে, বুধবার সকাল ৯টার দিকে শহরের সংগীতা মোড় থেকে পরিবহনে উঠে ঢাকায় চলে গেছে তরিকুল। পরিবহনে ওঠার সময় তরিকুল বলেছে আমি ঢাকায় চলে যাচ্ছি।

এদিকে ছেলে নিখোঁজের খবরে অচেতন হয়ে পড়েছেন মা সালমা বেগম। ছেলেকে ফিরে পেতে আহাজারি করছেন তিনি। তরিকুল তাদের একমাত্র ছেলে সন্তান। মাস্ক বিক্রি করে সংসার চালাচ্ছিল সে। তার বাবা লিভার জন্ডিসে আক্রান্ত হওয়ায় ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তরিকুল ইসলাম কারো সামনে পড়লে বাড়িতে যোগাযোগ করার অনুরোধ করেছেন তার বাবা রফিকুল ইসলাম।

Advertisement