Homeসব খবরক্রিকেটমার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ক্রিকেট খেললেন সাকিব

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ক্রিকেট খেললেন সাকিব

সোমবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাকিবের পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন লাল-সবুজের তিন সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসান। এ সময় তার সঙ্গে ক্রিকেট এবং বেসবল খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির আতিথেয়তায় মুগ্ধতার কথাও জানিয়েছেন। তার ভাষ্য, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করার সময়টা দারুণ ছিল! ক্রিকেট এবং বেসবল খেলে দুপুরটা ভালোই কেটেছে। রাষ্ট্রদূতের সঙ্গে সাকিবের চ্যালেঞ্জ অবশ্যই দেখার মতো ছিল। আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!

এদিকে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ থেকে বিশ্রামে আছেন ওয়ানডে দলপতি। আপাতত পরিবারের সঙ্গেই ব্যস্ত সময় পার করছেন তিনি। অন্যদিকে কিউইদের বিপক্ষে সিরিজটি শেষ করেই বিশ্বকাপের বিমানে চাপবে টাইগাররা। আগামী ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা লাল-সবুজের প্রতিনিধিদের। ৫ অক্টোবর থেকে শুরু হবে দেড় মাসের এই মহাযজ্ঞ।

Advertisement