Homeসব খবরজেলার খবরমায়ের চেয়ে ছেলে ৮ বছরের বড়!

মায়ের চেয়ে ছেলে ৮ বছরের বড়!

পাবনার ভাঙ্গুড়ায় মায়ের চেয়ে ছেলের বয়স আট বছর বেশি হওয়ায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে মা ও ছেলেকে। জাতীয় পরিচয়পত্রে বয়স কম থাকায় দীর্ঘদিন ধরে স্বামীর পেনশনের প্রাপ্য চিকিৎসা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন বৃদ্ধা মাজেদা বেগম।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া গ্রামে তাদের বাড়ি। মায়ের নাম মোছা. মাজেদা খাতুন আর ছেলের নাম মো. মাজেদ আলী। জাতীয় পরিচয়পত্রে ছেলের জন্ম তারিখ ১০ আগস্ট ১৯৬৯ সাল লেখা আছে। আর মায়ের জন্ম ১৮ অক্টোবর ১৯৭৭ সাল লেখা হয়েছে।

মাজেদা বেগম জানান, তার বয়স এখন ৭৪ বছর। কিন্তু এনআইডি কার্ডে ভুল করে জন্ম তারিখ লেখা হয়েছে ১৮ অক্টোবর ১৯৭৭ সাল। অর্থাৎ তার বয়স কমে গিয়ে এখন ৪৬ বছর হয়েছে। তাঁর স্বামী মোসলেম উদ্দিন রেলওয়েতে চাকুরি করতেন। ২০ বছর আগে তিনি মারা যান। স্ত্রী হিসেবে তার পেনশনের টাকা পাচ্ছেন তিনি। কিন্তু এনআইডি কার্ডে বয়স কম থাকায় যে পরিমাণ চিকিৎসা ভাতার টাকা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি।

ছেলে মাজেদ আলী বলেন, জাতীয় পরিচয়পত্রে তার বয়স মায়ের চেয়েও আট বছর বেশি! এই ভুলের কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদেরকে। এ নিয়ে গ্রামের অনেকেই হাসাহাসি করে।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ হাসান বলেন, এ বিষয়ে জানার পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুর রহমানকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Advertisement