Homeসব খবরজেলার খবরমাছ ধরে ৮ লাখ টাকার প্রাইজবন্ড জিতলেন লালমোহনের সজীব

মাছ ধরে ৮ লাখ টাকার প্রাইজবন্ড জিতলেন লালমোহনের সজীব

ভোলার লালমোহন উপজেলার নাজমুল আলম সজীব নামে এক যুবক মাছ শিকার প্রতিযোগিতায় অংশ নিয়ে ৮ লাখ টাকার প্রাইজবন্ড জিতলেন। মাছ ধরতে ৬০ হাজার টাকার টিকিট কাটেন তিনি। এরপর বরিশালের বাকেরগঞ্জের বরিশাল ফিসিং জোন (বৈরম খা) দিঘিতে বড়শি পেতে মাছ ধরা শুরু করেন সজীব।

মাছ ধরার এক পর্যায় তার বড়শিতে ধরা পড়ে ৭ কেজি ৪ গ্রাম ওজনের একটি কাতলা মাছ। এটি ছিল সব প্রতিযোগিদের ধরা মাছের মধ্যে সর্বোচ্চ ওজনের। যার ফলে তিনি প্রথম স্থান অর্জন করে জিতেন ৮ লাখ টাকার প্রাইজবন্ড। গত শনিবার (২০ জানুয়ারি) এ প্রাইজবন্ড জিতেন সজীব। তিনি লালমোহন পৌরসভার উত্তর বাজারের মো. আলমগীর মিয়ার ছেলে।

নাজমুল আলম সজীব বলেন, ২০২০ সাল থেকে বড়শি দিয়ে মাছ শিকার শুরু করি। তখন থেকে স্বপ্ন ছিল দেশের বিভিন্ন স্থানে গিয়ে মাছ শিকার করবো। সে অনুযায়ী ২০২৩ সালে প্রথম ২০ হাজার টাকার টিকিট কেটে বরিশাল ফিশিং জোনে মাছ শিকার করতে যাই। এরপর ২০২৪ সালের ২০ জানুয়ারি তৃতীয় বারের মতো ৬০ হাজার টাকার টিকিট কেটে আবারো সেখানে মাছ শিকার করতে যাই।

তিনি আরো বলেন, ওই দিন সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মাছ শিকার করি। এর মধ্যে আমার বড়শিতে ৭ কেজি ৪ গ্রাম ওজনের একটি কাতলা মাছ ধরা পড়ে। প্রথম পুরস্কার হিসেবে ৮ লাখ টাকার প্রাইজবন্ড দেন আয়োজকরা। এ অর্জনের জন্য আমি অত্যন্ত খুশি।

Advertisement