Homeসব খবরজেলার খবরমাছের ঘেরে একই সঙ্গে মাছ চাষ ও তরমুজের আবাদ...

মাছের ঘেরে একই সঙ্গে মাছ চাষ ও তরমুজের আবাদ করে সাড়া ফেলেছেন ১০ জন কৃষক

এবার খুলনার কয়রা উপজেলায় মাছের ঘেরে একই সঙ্গে মাছ চাষ ও তরমুজের আবাদ করে সাড়া ফেলেছেন ১০ জন কৃষক। কম খরচে বেশি ফলন দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। এমন সাফল্য দেখে স্থানীয় অনেক কিছুতেই মাছের ঘেরে তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এলাকার তরমুজ চাষে দেশের একাধিক গণমাধ্যমে বলেন, গত মে মাসের শেষ দিকে তাদের ঘেরের পাড়ে ২৭৩ তরমুজের চারা রোপণ করেছিলেন।

তরমুজ গাছের বয়স তিন মাস হয়েছে। রোগবালাই হয়নি ফলে বেশ ভালো হয়েছে। ৪-৮ কেজি পর্যন্ত এক একটা তরমুজ হয়েছে। মাত্র ১২ হাজার টাকা খরচ করে এরই মধ্যে ৫০ হাজার টাকা তরমুজ বিক্রি করেছেন। আশা করছেন ৯০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকার মতো তরমুজ বিক্রি করতে পারবেন।

জানা যায়, উপজেলার মহারাজপুর ইউনিয়নে ঘেরের পাড়ে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে মাচা। সেই মাচার নিচে সারি সারি ঝুলে আছে তরমুজ। তরমুজের চাষ দেখতে আসছে আসছে অনেকেই। দেখার পর অনেকেই তরমুজ চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করছে।

কয়রা উপজেলায় পরীক্ষামূলক এই তরমুজ চাষে সাফল্য এসেছে। এছাড়া সারা বছর চাষ করা যায়, এতে কম পরিশ্রমে ভালো ফলন পাওয়া যায়। রোপনের সময় থেকে তিন মাসের মধ্যে তরমুজ বাজারে বিক্রি করা যায়।

Advertisement