Homeঅন্যান্যমাকে বাঁচাতে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মানবিক আবেদন

মাকে বাঁচাতে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মানবিক আবেদন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসী বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী তাপস সরকার প্রান্তের মায়ের ক্যা’ন্সারে আক্রা’ন্ত। তার অপারেশনের জন্য ১০ লাখ টাকার প্রয়োজন। স্বল্প আয়ের কারণে অপারেশন করানো সম্ভব হচ্ছে না।

তাপস সরকার জানান, গত ২ বছরের বেশি সময় ধরে ক্যান্সারের সাথে লড়ছেন তার মা। এটা এখন তার গলায়ও ছড়িয়ে পড়েছে। তার বাবা চাকরি থেকে অবসরপ্রাপ্ত। তিনি তাদের একমাত্র সন্তান। স্বল্প আয়ের চাকরি দিয়ে সংসার চালানো, মায়ের এতদিনের চিকিৎসায় যে লোন হয়েছে, তা পরিশোধ করা আর বর্তমান ক্যা’ন্সারের চিকিৎসায় যে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন তা সামাল দেয়া তার জন্য অসম্ভব হয়ে পড়েছে। জীবনের এই নির্মমতার কাছে সে হারতে চায় না তার মাকে।

তিনি আরও জানান, তার মা ক্যা’ন্সারের চিকিৎসা চলাকালীন গত সপ্তাহে স্ট্রো’ক করেন এবং তার শরীরের বাম পাশ পুরো অচল হয়ে পড়ে। পূর্বের ৩ বারের অপারেশন আর রেডিওথেরাপিতে কাজ না করায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী উনার মাথায় ক্যা’ন্সার আক্রা’ন্ত স্থানে পুনরায় অপারেশন করতে হবে এবং আরও শক্তিশালী কেমো’থেরাপি নিতে হবে। সামগ্রিক প্রক্রিয়ায় খরচ হবে প্রায় ১০ লাখ টাকা; যা তার স্বল্প আয় দিয়ে বহন করা কোনভাবেই সম্ভব নয়।

প্রান্ত তার মায়ের চিকিৎসার জন্য সকলের কাছে অনুরোধ করে বলেন, ‘আমার মাকে আমি হারাতে চাই না। আপনাদের সহায়তায় আর সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি আমার মাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রত্যাশী। একমাত্র আপনাদের আর্থিক সহযোগিতাই আমার প্রত্যাশার আলোর দিশারী হতে পারে।’

যোগাযোগ: তাপস সরকার (প্রান্ত): ০১৭১৮ ৭১৫৯৩০

Advertisement