Homeসব খবরজেলার খবরমহেশপুর সীমান্ত থেকে ৪০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

মহেশপুর সীমান্ত থেকে ৪০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিরল প্রজাতির ৪০ টি কচ্ছপ উদ্ধার করেছে বিজিবি। রোববার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার মাটিলা সীমান্ত থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ ভাবে বিরল প্রজাতির কচ্ছপ বাংলাদেশে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মাটিলা সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবি। এসময় এক বাংলাদেশী ভারত সীমান্ত থেকে দেশে ঢোকার পথে গতিরোধ করলে তার কাছে থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে বস্তা তল্লাশি করে উদ্ধার করা হয় ৪০টি বিরল প্রজাতির কচ্ছপ। পরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে কচ্ছপগুলো হস্তান্তর করা হয়।

মহেশপুর-৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, উদ্ধার হওয়া কচ্ছপের এ প্রজাতিটির নাম ‘ইন্ডিয়ান স্টার কচ্ছপ’। বন বিভাগের কর্মকর্তাদের কাছে কচ্ছপগুলো হস্তান্তর করা হয়েছে।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী ইন্ডিয়ান স্টার কচ্ছপের প্রজাতিটি কচ্ছপের একটি ঝুঁকিপূর্ণ প্রজাতি।

Advertisement