Homeসব খবরবিনোদনভ'য়াবহ আসক্তির অভিজ্ঞতার কথা জানালেন তিনি

ভ’য়াবহ আসক্তির অভিজ্ঞতার কথা জানালেন তিনি

জনপ্রিয় মার্কিন গায়িকা বিলি এইলিশ। মাত্র ১১ বছর বয়সেই প’র্নোগ্রাফিতে আ’সক্ত হয়ে পড়েছিলেন তিনি। এর প্রভাবে মানসিকভাবে অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি নিজের সেই ভ’য়াবহ অভিজ্ঞতার কথাগুলো শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। মার্কিন রেডিও প্রোগ্রাম ‘দ্য হওয়ার্ড স্টার্ন শো’তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন নারী হিসেবে আমি মনে করি, প’র্ন একটা সম্মানহানিকর বিষয়। সত্যি কথা বলতে- আমি প্রচুর পরিমাণে প’র্ন দেখতাম। এমনকি কখনো কখনো তিনি নিজেকে ওইসব এক্স-রেটেড চরিত্রে কল্পনাও করতেন।

বিলি এইলিশ জানান, ১১ বছর বয়স থেকে প’র্নো দেখে মানসিকভাবে বিপ’র্যস্ত তিনি। পর্নোগ্রাফি তার মস্তিষ্কের অনেক ক্ষতি করেছে বলে জানান ২০ বছর বয়সী এই গায়িকা। তার ভাষায়, ‘প্রথমবার যৌ’ন স’ঙ্গমে লি’প্ত হওয়ার সময় আমি সেইসব জিনিসে না বলিনি, যা আমাকে কষ্ট দিচ্ছিল। কারণ আমি ভেবেছিলাম এগুলোই ঠিক, এগুলোর প্রতি আমার আকর্ষণ থাকাটা জরুরি।’

কিন্তু প’র্নোগ্রাফিতে যা দেখানো হয় তা অত্যন্ত হিংস্র এবং নারীর প্রতি অপমানজনক বলে মনে করেন বিলি। বিশেষ করে নারীর শরীর এবং যৌ’নতাকে সেখানে যেভাবে দেখানো হয় তার কঠোর সমালোচনা করেন তিনি। এই গায়িকা বলেন, ‘যৌ’ন স’ঙ্গম প’র্নো দেখেই শেখা যায়, এটা খারাপ জিনিস নয়— এমনটা আমার ধারণা ছিল। সেটার খারাপ প্রভাব থাকবে আমি কোনোদিন ভাবিনি। সেই সময় প’র্নোগ্রাফি দেখাটা আমার কাছে খুব ফ্যাশনেবল একটা বিষয় ছিল।’

প’র্ন কতটা অবাস্তব তা বুঝাতে গিয়ে বিলি বলেন, নারী শরীর যেভাবে দেখানো হয়, বাস্তবে নারী শরীর এমন নয়। আমরা নারীরা এভাবে জন্ম নিইনি।

Advertisement