Homeসব খবরজাতীয়ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী মানেই শক্তিশালী : ফেরদৌস

ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী মানেই শক্তিশালী : ফেরদৌস

সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক বুঝে পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন চিত্রনায়ক ফেরদৌস। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করছেন তিনি।

চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘মানুষ আমাকে নায়ক হিসেবে ভালোবাসে। সেখানে জনপ্রতিনিধি হিসেবে কতটা ভালবাসবে, কতটুকু আস্থার জায়গায় রাখবে সেটা কিন্তু আমি বলতে পারিনা। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী মাত্রই শক্তিশালী। কাউকেই ছোট করে দেখার সুযোগ নেই। কারণ সাধারণ মানুষ গোপনে কাকে ভোট দেবেন তা আসলে আমরা কেউ জানি না। সে বিষয়টি মাথায় রেখে আমি আমার ভোটারদের কীভাবে ভোটকেন্দ্রে নিয়ে যাব সেটাই এখন আমাদের মূল লক্ষ্য। সে হিসেবেই কাজ করে যাচ্ছি।’

ফেরদৌস আরও বলেন, ‘নির্বাচনে বিজয়ী হতে পারলে সেই বিজয়মালা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায় তুলে দিতে চাই। সেই সঙ্গে ঢাকা-১০ আসনের বিজয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করব।’

এদিন রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা, বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এ প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

Advertisement