Homeসব খবরবিনোদনভিডিও দেখে মজা পেয়েছেন বর্ষা

ভিডিও দেখে মজা পেয়েছেন বর্ষা

গতকাল সোমবার সকালে নিজের জন্মদিনে ‘রোজা রেখে কেক কেটে সেই কেক খেয়ে’ ট্রল হয়েছেন অনন্ত জলিল। আর সেই ঘটনার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় হয়। রোজা রেখে কেক খাওয়া সেই ভিডিও দেখে বর্ষা নিজেও মজা পেয়েছেন বলে জানিয়েছেন অনন্ত জলিল।

বর্ষা জন্মদিনে স্বামী অনন্ত জলিলকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আসলে অনন্ত ভুল করছে। সারা মাস রোজা রেখে আজকে কী হইলো? যাইহোক আমি নিজেও মজা পেয়েছি ভিডিওটি দেখে।’

কেক খাওয়ার সময় অনন্তর পাশে তার ‘কিল হিম’ ছবির পরিচালক ইকবাল ছিলেন। তিনি অনন্ত জলিলকে কেক খাইয়ে দেন। বর্ষা তার পোস্টে লেখেন, ‘ইকবাল ভাই নিজেও ভুলে গেছে যে অনন্ত ভাই রোজা থাকে এবং আজকেও আছে। ইকবাল ভাই আপনি কেন কেক খাইয়ে দিলেন?’

গতকাল সোমবার (১৭ এপ্রিল) অনন্ত জলিলের জন্মদিন। বিশেষ এ দিনে তিনি তার অনুসারীদের ডেকেছিলেন রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার ইকবাল রোডের বাসায়। সেখানে ভুলে কেক খেয়ে ফেলেন অনন্ত জলিল। যদিও সঙ্গে সঙ্গে অনন্ত দাবি করেন, তিনি রোজা আছেন। ভুল করে কেক খেয়ে ফেলেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে!

ভিডিওতে দেখা যায়, জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে নিয়ে কেক কাটছেন অনন্ত জলিল। ছবির পরিচালক এমডি ইকবাল কেক খাইয়ে দেন অনন্তকে। তখন তিনি উপস্থিত থাকা মানুষদের কেক খেতে বলেন। এ সময় সামনে থেকে একজনকে বলতে শোনা যায়, ‘ভাই- রোজা রোজা’। সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে মুখ মুছে অনন্ত বলেন, ‘হায় হায়, আমি তো রোজা।’

দিনভর এমন কাণ্ডের পর রাতে অনন্ত জলিলের জন্মদিন উদযাপনের কিছু ঘরোয়া ছবি পোস্ট করেছন। ক্যাপশনে লেখেন, ‘বার্থডে ব্লাস্ট এজে’।

Advertisement