Homeসব খবরবিনোদনভারতের বেনারসে চলছে শাকিব-সোনালের রসায়ন

ভারতের বেনারসে চলছে শাকিব-সোনালের রসায়ন

ভারতের বেনারসে টানা শুটিং চলছে ‘দরদ’ সিনেমার। ছবিটির মাধ্যমে প্রথমবারের মত জুটি বেঁধেছেন শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান। ইতোমধ্যে বেশীরভাগ অংশের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। জানান পরিচালক অনন্য মামুন।

এরমধ্যেই প্রকাশ্যে এল সিনেমাটির বেশ কিছু স্থিরচিত্র। যেখানে শাকিব খান ও সোনাল চৌহানকে দেখা গেছে নতুনরূপে অর্থাৎ নতুন কেমিস্ট্রিতে! একে অন্যের সঙ্গে রোমান্সে মেতেছেন তারা। ছবিতে দেখা যায়, ঢিলেঢালা কালো প্যান্ট ও শার্ট পরনে শাকিব খান আর সোনাল পরে আছেন ফুলের আলপনায় গোলাপি রঙের শাড়ি। ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন দুজনকে।

পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, প্রায় তিন শতাধিক ক্রু নিয়ে প্রতিদিন শুট চলছে। চলতি মাসেই ভারতের অংশের ছবির ৯০ শতাংশ শুটিং শেষ হবে।

আগামী বছরের ২ ফেব্রুয়ারি সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত ‘দরদ’ মুক্তি পাবে। বাংলাদেশের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এস কে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’। শাকিব-সোনাল ছাড়া এতে আরও অভিনয় করছেন পায়েল সরকার, রাহুল দেব প্রমুখ।

Advertisement