Homeফুটবলভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়ে যা বললেন অধিনায়ক মারিয়া

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়ে যা বললেন অধিনায়ক মারিয়া

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের একমাত্র জয়সূচক গোল করেন আনাই মুঘিনি। বুধবারের এ ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা ভারতের জালে একবার বল জড়ালেও রেফারি তা বাতিল করে দেন। তবে ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে কাঙ্ক্ষিত সাফল্য পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

রিপা ব্যাকহিল পাস করেন। আনাই মুঘিনি বক্সের বাইরে থেকে শট নেন। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট বুঝতে পারেননি। তিনি বলে হাত লাগালেও গোল লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে পারেননি। গোল লাইন অতিক্রম করার সাথে সাথে নেচে ওঠে কমলাপুর স্টেডিয়াম।প্রথমার্ধে গোল না পেলেও কমলাপুর স্টেডিয়ামে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে বাংলাদেশই।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে দেশ। এমন সময়ে এই সাফল্য দেশের মানুষকে উপহার দিতে পেরে দারুণ খুশি অধিনায়ক মারিয়া।“স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষ্যে সবাইকে আমরা একটা উপহার দিলাম। দেশের মাটিতে খেলা, অনেক দর্শক এসেছিল মাঠে, তাদেরকে আমরা ভালো খেলা উপহার দিলাম। সবাইকে ধন্যবাদ, তারা আমাদের সমর্থন দিয়েছে। আমরা তাদের শিরোপা উপহার দিতে পেরেছি, অনেক ভালো লাগছে।”

৫ গোল নিয়ে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন শাহেদা আক্তার রিপা। প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি। প্রত্যাশার প্রতিদান দিতে পারার আনন্দ অনুভব করছেন রিপা।“শিরোপা জিততে পেরে অনেক অনেক ভালো লাগছে। সবাই আমাদেরকে সমর্থন করেছে, আমরাও তার প্রতিদান দিয়েছি। (সর্বোচ্চ গোলদাতা) আসলে প্রত্যাশা করিনি…আল্লাহর রহমতে এটা হয়ে গেছে।”

Advertisement