Homeসব খবরবিনোদনব্লেড নয়, অ্যাপ দিয়ে ন্যাড়া হয়েছেন প্রসূন আজাদ

ব্লেড নয়, অ্যাপ দিয়ে ন্যাড়া হয়েছেন প্রসূন আজাদ

প্রসূনের ন্যাড়া ছবি দেখে রীতিমতো অবাক ভক্তরা। অনেকের প্রশ্ন- একী হাল অভিনেত্রীর? তাহলে কী তিনি অসুস্থ?

না, তেমন কিছুই ঘটেনি। সবার প্রশ্নের উত্তর রয়েছে ছবির ক্যাপশনে। ক্যাপশনে প্রসূন লিখেন, ‘ভাবলাম গরমকাল আসছে, আর বসন্ত এসে গেছে.. তাই’। ইনস্টাগ্রামেও ন্যাড়া মাথার একটি ছবি দিয়ে এমনই ক্যাপশন দিয়েছেন তিনি।

অভিনত্রী প্রসূন আজাদ বর্তমানে অভিনয় থেকে দূরে। ঘর-সংসার নিয়ে তার ব্যস্ততা। তবে সামাজিক মাধ্যমে বেশ সরব তিনি। মঙ্গলবার বিকেলে ফেসবুকে একটি ছবি শেয়ার করেন তিনি, যেখানে ন্যাড়া মাথায় দেখা যায় তাকে।

তবে ছবিটি নিয়ে অভিনেত্রী আরও একটি চমকপ্রদ তথ্য জানিয়েছেন। ছবিটি নাকি অ্যাপের মাধ্যমে এডিট করেছেন তিনি। আর মজার করতেই তা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। ময়মনসিংহের ফুলপুরের মেয়ে প্রসূন ২০২১ সালে ৩০ জুলাই বিয়ে করেন। পরিবাবের সদস্যদের উপস্থিতিতে একটি মসজিদে তার বিবাহ সম্পন্ন হয়। প্রসূনের স্বামী ফারহান গাফফার একজন ব্যবসায়ী।

Advertisement