Homeসব খবরবিনোদনবেস্টফ্রেন্ডের নাম জানালেন দীঘি

বেস্টফ্রেন্ডের নাম জানালেন দীঘি

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীঘি বেস্টফ্রেন্ড সম্পর্কে কথা বলেন। জানান, বাবা হচ্ছে তার বেস্টফ্রেন্ড। দিনে অন্তত এক ঘণ্টার জন্য হলেও বাবার সঙ্গে দেখা করা তার কাছে ওষুধের মতো। শিশুশিল্পী হিসেবে একটি বিজ্ঞাপনে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেন প্রার্থনা ফারদিন দীঘি। এরপর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চিত্রনায়িকা হিসেবেও অভিষেক করেন দীঘি।

দীঘি বলেন, বেস্টফ্রেন্ড আমার বাবা। তিনি সত্যিকার অর্থেই আমার বেস্টফ্রেন্ড। তার সঙ্গে কথা না বললে আমার ঘুম হয় না। দেখা যায় বের হওয়ার সময় বাবার সঙ্গে দেখা হয়েছে, বাসায় ফিরে যদি ঘুমানো অবস্থায় দেখি তাহলে সেদিন আর দেখা হবে না। আবার সকালে কোনো দেখা ছাড়াই বাবা শুটিংয়ে চলে যেতে পারে। রাতে একটু দেখা হতে পারে। তিনি বলেন, বাবার সঙ্গে দিনে এক ঘণ্টা দেখা করাও আমার জন্য ওষুধের মতো। সার্বিকভাবে তিনি আমার বেস্টফ্রেন্ড।

এই অভিনেত্রী বলেন, বেশিরভাগ মেয়েই যেহেতু বাবাকে দেখে বড় হয়, বাবা যেহেতু বেশিরভাগ মেয়ের বেস্টফ্রেন্ড হয়; এ কারণে এটাই চাইবে তারা। আমি আমার বাবা বলে বলছি না, তিনি সত্যিকার অর্থেই ভালো মানুষ। তার মতো মানুষ আমি এখনো দ্বিতীয় একজন দেখিনি।

Advertisement