Homeসব খবরজেলার খবরবেগুনের কেজি ২০ গাজর ১০, তবু নেই ক্রেতা

বেগুনের কেজি ২০ গাজর ১০, তবু নেই ক্রেতা

বর্তমানে বগুড়ায় ২০ টাকা কেজিদরে বিক্রি করলেও মিলছেনা কাঙ্ক্ষিত ক্রেতা। তাই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন কৃষকরা। বেগুন পাইকারি ১৫ টাকা কেজি এবং গাজর ১০ টাকার বেশি কেউ দাম বলে না। তাই বাধ্য হয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন তারা।

শিমের দাম চাওয়া হচ্ছে ২০ থেকে ৩০ টাকা, গাজর ১৫ টাকা ও টমেটো ২৫ টাকা, শসা ও খিরা ৪০ টাকা। লেবুর হালি ২০-২৫ টাকা। অথচ কিছুদিন আগেও ৫০ টাকা কেজি দরের বেগুনের দাম ওঠে ১০০ টাকায়। ৪০ টাকার শিম বিক্রি হয় ৮০ টাকায়। এভাবে টমেটো, গাজর, খিরা, শসা ও লেবুসহ প্রায় সব ধরনের শাকসবজি দ্বিগুণ দামে বিক্রি হয়। মাত্র তিন দিনের ব্যবধানে শুক্রবার বেগুনের দর খুচরা বাজারে কেজিপ্রতি ২০ টাকায় নামে। অন্য শাকসবজির দামও নেমেছে অর্ধেকে।

এদিকে রোজার আগের দিন থেকে শিম ১০০, গাজর ৪০, টমেটো ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। লেবুর হালি ছিল সর্বনিম্ন ৪০ টাকা। শসার কেজি ১০০ টাকা, খিরা ৮০ টাকা।

রাজাবাজারের ব্যবসায়ী আজমল হোসেন বলেন, আমদানি বেশি। সেই তুলনায় ক্রেতা নেই। এ কারণে কম দামেও পণ্য বিক্রি করা যাচ্ছে না।

Advertisement