Homeসব খবরবিনোদনবেইলি রোড ট্র্যাজেডিতে সাকিব-তামিমদের শোক

বেইলি রোড ট্র্যাজেডিতে সাকিব-তামিমদের শোক

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৪৬ জন নি’হত হয়েছেন। এই ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বেইলি রোড ট্র্যাজেডিতে শোক জানিয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজসহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনেকেই।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বেইলি রোড ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। এছাড়া তিনি লিখেছেন, ‘আমাদের বদলানো উচিত, নাহলে কখনোই পরিবর্তন হবে না’। মূলত একের পর এক আগুন লাগার ঘটনাকেই ইঙ্গিত করেছেন দেশসেরা এই ওপেনার।

অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘গতকাল ঢাকার বেইলি রোডের একটি ভবনে ঘটা মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত মানুষ। এই দূর্ঘটনায় প্রাণ হারানো সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং কঠিন সময়ের মধ্যে যাওয়া তাদের পরিবার ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার গভীর সমবেদনা। সঙ্গে ভয়ংকর এই অগ্নিকাণ্ডে আহত অবস্থায় হাসপাতালে থাকা সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।’

টাইগার পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘বেইলি রোড ট্র্যাজেডির খবরে গভীরভাবে শোকাহত। বিদেহী আত্মার প্রতি আমার প্রার্থনা। আর যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘আমরা শোকাহত। বেইলি রোডের ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের সহানুভূতি ও প্রার্থনা রয়েছে।’

এছাড়াও এই ঘটনায় শোক জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ও টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

Advertisement