Homeসব খবরবিনোদন‘বুবলীর এখন মানসিক সাপোর্ট দরকার’

‘বুবলীর এখন মানসিক সাপোর্ট দরকার’

গতকাল মঙ্গলবার দুপুরে শাকিব খানের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে এই ছবি প্রকাশ্যে আনেন তিনি। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে নানা আলোচনা। বুবলীর স্বামী কে, কবে বিয়ে করেছেন, তার সন্তানের বাবা কে-এমন হাজারো প্রশ্ন যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বেবি বাম্প’-এর ছবি পোস্ট করার পর থেকেই আলোচনায় চিত্রনায়িকা শবনম বুবলী।

এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে বুবলী শুধু বলেছেন, বিষয়টা স্পষ্ট করার জন্য কয়েকদিনের সময় চান তিনি। ঠিক এ সময়েই তার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী মনিরা মিঠু। গতকাল মঙ্গলবার রাতে জাকির হোসেন রাজু পরিচালিত ‌‘চাঁদর’ সিনেমার শুটিং সেটে বুবলীর পাশে থাকার কথা জানান তিনি।

মনিরা মিঠু বলেন, ‘বুবলীর পেছনে তাকানোর সময়ই নেই। ও অত্যন্ত মেধাবী, মিষ্টি মেয়ে, তার পিছুটান থাকাই উচিত না। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার সময় তার। স্ট্রেইট এগিয়ে যাও, তোমার সামনে সমস্ত দরজা খোলা।’

গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘শিল্পী যত বড় স্টার হোক, সে একজন মানুষ। আমিও একজন মানুষ। সে যেহেতু অনুরোধ করেছে বিনীতভাবে, আপনারা মনগড়া কিছু না লিখে বরং মানসিক সাপোর্ট দেওয়া উচিত, অনেক বেশি সাহস দেওয়া উচিত। ’

বুবলীকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন জানিয়ে মনিরা মিঠু বলেন, ‘আর ও যেহেতু সিনেমার সেটে আছে, চমৎকার করছে সে। তার ব্যক্তিগত ব্যবহার আমার খুব পছন্দের, তার অভিনয় খুব ভালো, তার নম্রতা, তার বিনয়, তার শিষ্টাচার- এসব আমার খুব পছন্দের।’

বুবলীর এগিয়ে যাওয়া যদি প্রতিবন্ধকতার না হয় তাহলে পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তার হাতের মুঠোয় চলে আসবে বলেও মন্তব্য করেন মিঠু। তিনি আরও বলেন, ‘ও এগিয়ে চলছে চমৎকারভাবে। আর আমি ব্যক্তিগতভাবে বলব, ওর মাত্র শুরু, ওর হারাবার কোনো ভয় নেই। এগিয়ে যাওয়ার বিস্তর রাস্তা খোলা আছে। ওকে শুধু আমি এগিয়ে যাওয়া দেখতে চাই। ও একজন শিল্পী, আমি একজন শিল্পী, আমিও চাই ও শুধু এগিয়ে যাবে। ও এগিয়ে যাবে, ইনশাল্লাহ পুরো ইন্ডাস্ট্রি ওর হাতের মুঠোয় থাকবে।’

Advertisement