Homeসব খবরবিনোদনবিয়ে ছাড়াই সহবাসের স্বীকারোক্তি নায়িকা নুসরাতের

বিয়ে ছাড়াই সহবাসের স্বীকারোক্তি নায়িকা নুসরাতের

বর্তমান সময়ে ভারতীয় বিনোদন জগতে সবচেয়ে আলোচিত নাম নুসরাত জাহান। তিনি শুধু সিনে জগতের সেলিব্রেটিই নন ভারতের একজন সংসদ সদস্যও বটে। তাইতো সুন্দরী এই নায়িকাকে নিয়েই আলোচনা একটু বেশি।

আলোচনার কারণ নুসরাত সন্তান সম্ভাবা। কিন্তু কে এই হবু সন্তানের বাবা? এমন আলোচনাই এখন সর্বত্র। ২০১৯ সালে সংসদ সদস্য নির্বাচনে জয়ী হয়ে তুরস্কের ইস্তানবুলে একটি অনুষ্ঠান করেন। সেই অনুষ্ঠানকে সবাই বিয়ের অনুষ্ঠানই মনে করেছিল। বিয়ের আনুষ্ঠানিকতাই ছিল অনুষ্ঠানজুড়ে। ছিলেন তার কাছের অনেকেই।

সেদিন সুদূর তুরস্কে ঘটে যাওয়া এই অনুষ্ঠানে নুসরাত ছিলেন যেন স্বপ্নে আসা ‘রাজকন্যা’। কলকাতার একটি পাঁচতারা হোটেলেও বসেছিল তাদের রিসেপশন পার্টি।

সম্প্রতি মা হতে যাওয়ার আলোচনার মধ্যে নুসরাত বলছেন, বিদেশি হিসেবে ঐ অনুষ্ঠানকে বিয়ের স্বীকৃতি দেয় না তুরস্ক। ফলে, নিখিল জৈনের সঙ্গে বিয়ে অনুষ্ঠান নয়, বরং একসঙ্গে থাকা বা সহবাস হিসেবেই দাবি নুসরাতের।

অর্থ্যাৎ অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে গুঞ্জনের মাঝেই অবশেষে নিখিল জৈনের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুলেলেন অভিনেত্রী নুসরাত জাহান। তার কথায়, নিখিলের সঙ্গে সহবাস করেছি, বিয়ে হয়নি। তুরস্কের বিয়ে বৈধ নয়। তাই বিচ্ছেদের প্রশ্নই ওঠে না। অথচ লোকসভার ওয়েবসাইটে তথ্য অনুযায়ী, উল্লেখ রয়েছে, নুসরত বিবাহিত। তার স্বামীর নাম নিখিল জৈন। বিয়ের তারিখ ১৯ জুন ২০১৯।

তাহলে আগত সন্তানটি কার? এমন প্রশ্নের কোন সদুত্তর নেই কারো কাছে। সবার ধারনা নতুন বন্ধু নায়ক যশই হবে নুসরাতের সন্তানের বাবা। যদিও এখনো কিছু পরিষ্কার করেননি যশ বা নুসরাত।

Advertisement