Homeসব খবরবিনোদনবিয়েতে ছেঁকা খেলে কী হয় বুঝুন এবার : নোবেল

বিয়েতে ছেঁকা খেলে কী হয় বুঝুন এবার : নোবেল

বাংলাদেশের মাইনুল আহসান নোবেল ভারতের জি বাংলার সারেগামাপা শোর মাধ্যমে খ্যাতি লাভ করলেও বিভিন্ন সময় উদ্ভট মন্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনা-সমালোচনায় থাকেন। ফলে বিভিন্ন মাধ্যমে কটাক্ষের মুখেও পড়তে হয় তাকে।

ফেসবুক ভেরিফায়েড পেজে সাবেক স্ত্রীকে নিয়ে ব্য’ঙ্গাত্মক একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হলে একসময় সেই পোস্ট মুছে ফেলেন নোবেল। সেই স্ট্যাটাসের কারণে মন্তব্যের ঘরে অবশ্য অনেকে অনেক কথাও বলেছেন।

এবার সেই স্ট্যাটাস ও বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন নোবেল। একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে স্ট্যাটাস সম্পর্কে তিনি বলেন, আমার আবেগের জায়গা থেকে স্ট্যাটাসটি দিয়েছিলাম। আমাকে নিয়ে আমার সাবেক স্ত্রী সবসময় উপহাসমূলক কথাবার্তা বলেন, যা আমার কানে আসে। এখানে কাউকে আ’ঘাত করে কথা বলিনি। স্ট্যাটাসটি পড়লে তবেই বুঝতে পারবেন।

তিনি বলেন, আমি নিজে আঘাত পেয়েছি বলেই ফেসবুকে কথাগুলো লিখেছি। আসলে আমার ওই রকম কেউ নেই। মিডিয়া জগৎটা একাকীত্বের জায়গা। সেটা সাধারণ মানুষরা বোঝেন না। সবাই মনে করেন তারকারা বাইরে গেলে মানুষ ঘিরে ধরছেন, সেলফি তুলছেন, এটাই জীবন। আসলে বিষয়টি তেমন না। আমার কাছে মনে হয়, মিডিয়ার মানুষগুলো দিন শেষে একা। যারা এখানে আছেন তারা বিষয়টি ঠিকই বোঝেন।

তিনি আরও বলেন, আমার প্রতি কিছু মানুষের ক্ষোভ রয়েছে। আমি মনে করি আমি আড়ালে থাকলে মানুষ সেটা ভুলে যাবে। শ্রোতাদের ভালো গান দিতে পারলে আমার প্রতি থাকা সব রাগ তারা ভুলে যাবেন। সব শিল্পীই প্রচণ্ড রকম প্রেমিক হন। প্রেমে ছেঁকা খেলে মানুষের জীবন বিভীষিকা হয়। কিন্তু আমি তো প্রেম করিনি। সরাসরি বিয়ে করেছি। আর বিয়েতে ছেঁকা খেলে কী হয়, বুঝুন এবার। আপাতত বিয়ের কোনো চিন্তা নেই তার। এখন শুধুই অ্যালবাম নিয়ে পরিকল্পনা।

Advertisement