Homeসব খবরআন্তর্জাতিকবিচ্ছেদের পর ২০০ কোটি ডলার পেলেন মেলিন্ডা!

বিচ্ছেদের পর ২০০ কোটি ডলার পেলেন মেলিন্ডা!

২৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটতেই শুরু হয়ে গেছে সম্পদের হস্তান্তর। বিল গেটসের সংস্থা ক্যাসকেড ইনভেস্টমেন্ট তাদের প্রায় ২০০ কোটি ডলারের শেয়ার মেলিন্ডা গেটসের নিয়ন্ত্রণাধীন দু’টি সংস্থায় বিনিয়োগ করেছে।

জানা গেছে, ক্যাসকেড ইনভেস্টমেন্ট সংস্থাটি বিল গেটসের বৃহত্তম সম্পদ। কোকা-কোলা ফেমসা এবং গ্রুপো টেলেভিসা নামে মেলিন্ডা গেটসের দুটি সংস্থায় স্টক স্থানান্তর করল ক্যাসকেড।

সম্প্রতি বিবাহিত জীবনে ইতি টানেন বিল গেটস এবং মেলিন্ডা গেটস। টুইটারে একত্রে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। বিল-মেলিন্ডার বিচ্ছেদ ঘোষণার দিনই বিভিন্ন সূত্র থেকে বড় মাপের সম্পদের স্থানান্তরের সম্ভাবনার রিপোর্ট আসছিল।

তাদের যৌথ সম্পত্তির ভাগ কীভাবে হবে, তা নিয়েও জোর চর্চা চলছে। এরই মধ্যে বিল গেটসের সংস্থা ক্যাসকেড থেকে বড় মাপের শেয়ার হস্তান্তর হলো।

Advertisement