Homeসব খবরজেলার খবরবাহুবলী টমেটো চাষে লাভবান মামা-ভাগ্নে!

বাহুবলী টমেটো চাষে লাভবান মামা-ভাগ্নে!

মামা-ভাগিনা বাহুবল উপজেলায় টমেটো চাষে ব্যাপক সাড়া ফেলেছেন। তারা ১০০ শতক জমি লিজ নিয়ে টমেটো চাষ শুরু করেন। এ বছর তারা আরও ৬০ শতক জমিতে নতুন জাতের বাহুবলী টমেটো চাষ করার সিদ্ধান্ত নেন।

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামের বাসিন্দা এই মামা-ভাগিনা। তাদের নাম মো. সাইফুল ইসলাম সাজল (মামা) ও মো. এনামুল হক এনাম (ভাগিনা)। কৃষি কর্মকর্তার মাধ্যমে তারা বগুড়া থেকে প্রায় সাড়ে ৬ হাজার বাহুবলী টমেটো গাছের চারা সংগ্রহ করেন। চারা রোপণের পরে তারা কঠোরভাবে পরিচর্যা করায় প্রায় ৭০দিনে গাছে গাছে ফুল আসে। ফুল আসার ৯০ দিনের পর থেকে গাছের টমেটোগুলো খাবার উপযোগী হয়ে উঠে।

সাইফুল ইসলাম সাজল বলেন, আমি দুবাই ও ওমানে অনেক বছর কাজ করেছি। সেখান তেমন আয় হয়নি। আমি করোনার আগে দেশে চলে আসি। পরে দেশে এসে মুদির দোকান দেই। কিন্তু সেখান থেকে ও লাভ আসে নি। পরে সিদ্ধান্ত নিলাম ব্যবসার পাশাপাশি কৃষি কাজ করবো। সাথে ভাগ্নে এনামকে সাথে নিয়ে নেই। প্রতিবেশীর কাছ থেকে প্রায় ১ একর জমি লিজ নেন। কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম থেকে পরামর্শ নিয়ে চাষ শুরু করেন। বাহুবলী টমেটো চাষে জৈব সার ব্যবহার করা হয়। রাসায়নিক সার কিংবা কীটনাশক ব্যবহার করা হয়নি। আর পোকামাকড়ের উপদ্রব থেকে টমেটো ক্ষেত বাঁচাতে ফেরোমন ফাঁদ ব্যবহার করেছেন। প্রায় দেড় থেকে ২ লাখ টাকার টমেটো বাজারে বিক্রির আশা রয়েছে। ৬০ শতক জমিতে টমেটো চাষে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে।

মো. এনামুল হক এনাম বলেন, একসঙ্গে মিলে টমেটোর চাষ করায় ভালো ফলন হয়েছে। আশা করছি উভয়ই লাভবান হবো। চাষাবাদে কৃষি অফিসার শামীম স্যারের কাছ থেকে সার্বিক পরামর্শ পাচ্ছি। আমাদের চাষে সফলতা দেখে এলাকার অন্য চাষিরাও টমেটো চাষে উৎসাহিত হয়েছেন।

এলাকার চাষি তৌহিদ মিয়া বলেন, টমেটো চাষে তারা মামা-ভাগিনা ব্যাপক সাড়া ফেলেছেন। বিশেষ করে তারা বিষমুক্ত টমেটো চাষ করছেন। আমার জমিতেও বারোমাসী ফসল চাষ করছি। কৃষিতে ব্যয় করে সফলতা পাচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল আওয়াল বলেন, একসঙ্গে মিলে কাজ করলে সফলতা আসে। এর প্রমাণ দিলেন হাফিজপুর গ্রামের বাসিন্দা মামা ও ভাগিনা। আমরা তাদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এছাড়া সকল ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছি। তারা মিলে জমি লিজ নিয়ে টমেটো চাষ করে বাম্পার ফলন পেয়েছেন।

Advertisement