Homeসব খবরবিনোদনবাপ্পির নতুন পথে যাত্রায় সঙ্গী অপু বিশ্বাস

বাপ্পির নতুন পথে যাত্রায় সঙ্গী অপু বিশ্বাস

বাংলাদেশ টেলিভিশন আয়োজন করেছে দুর্গা পূজার বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘শারদ আনন্দ’ উপস্থাপনা করলেন জুটি বাপ্পি ও অপু বিশ্বাস। নাচ, গান, সেলিব্রেটি আড্ডা, ফ্যাশন শো ও তথ্যচিত্র দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। ঢাকাই ছবির চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে কখনো উপস্থাপনায় দেখা যায়নি। এবার দুর্গা পূজায় সে শূণ্যস্থান পূরণ হল। পূজা উপলক্ষে একটি অনুষ্ঠানের উপস্থাপনা শুরু করলেন এই নায়ক। এতে বাপ্পির সঙ্গে জুটি হলেন অপু বিশ্বাসও।

বাপ্পি বললেন, ‘অনুষ্ঠানটি আমার প্রিয়। পূজা নিয়ে অনুষ্ঠনটির উপস্থাপনার প্রস্তাব আসার পর না করতে পারিনি। আশা করি অনুষ্ঠানটি দেখলে দর্শকরা পূজার আনন্দ উপভোগ করতে পারবেন।’

অনুষ্ঠানটিতে থাকছে গোলাম সারোয়ারের সুর ও সঙ্গীতে শিল্পী সন্দীপন দাস, সুস্মিতা সাহা, সপ্নীল রাজীব ও অনন্যা আচার্য্যর কণ্ঠে পূজা উপলক্ষে একটি নতুন গান যেটি লিখেছেন কনিষ্ক শাসমল। এতে নৃত্য পরিবেশন করবেন প্রান্তিক দেব ও তার দল। থাকছে বিশেষ আয়োজন শীবের গাজন। শীবের গাজন পরিবেশন করেছেন প্রিয়াংকা সরকার ও তার দল।

পূজার আরেকটি বিশেষ আয়োজন আবীর খেলা। অনুষ্ঠানে আবীর খেলা নিয়ে হাজির হবেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা। রয়েছে সেলিব্রেটি আড্ডা। যেখানে অংশ নিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী, সাংবাদিক মুন্নী সাহা, অডিশনাল এসপি (সিআইডি) মৃণাল কান্তি সাহা ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দুর্বা হালদার। সবশেষে থাকছে বাউলা ব্যান্ডের পরিবেশনায় একটি জীবনমুখি গান।

অনুষ্ঠানটির প্রযোজক এল রুমা আকতার। জগদীশ এষের পরিকল্পনায় এটি গ্রন্থনা করেছেন সুমন সাহা।বিটিভিতে ‘শারদ আনন্দ’ প্রচারহবে বুধবার বিজয়া দশমীতে রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

Advertisement