Homeসব খবরবিনোদনবাপ্পারাজের সামনে গেলেই ওমর সানীর বয়স ২২!

বাপ্পারাজের সামনে গেলেই ওমর সানীর বয়স ২২!

১১ মার্চ ছিল নব্বই দশকের জনপ্রিয় নায়ক বাপ্পারাজের জন্মদিন। অভিনয়ে তিনি এখন আগের মতো নিয়মিত নন। বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানিয়ে নিজের সাফল্যের পেছনে বাপ্পারাজের অবদানের কথা জানালেন আরেক জনপ্রিয় নায়ক ওমর সানী।

ফেসবুকে বাপ্পারাজের সঙ্গে ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘বাপ্পারাজ, আমার সাফল্যের পেছনে যে কয়জন মানুষের অবদান আছে, তার মধ্যে অন্যতম এই ভদ্রলোক। ভীষণ দুষ্টু, ভীষণ মার্জিত, অসাধারণ শিল্পী এবং আমার আর মৌসুমীর জীবনে ভালো একজন বন্ধু। আমি যখন তার সামনে যাই তখন আমার বয়স মনে হয় ২২, ঠিক না বাপ্পা ভাই। শুভ জন্মদিন। হারানো প্রেম খুঁজি প্রেম গীতের মাধ্যমে।’

প্রসঙ্গত, ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘চাপাডাঙার বউ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে বাপ্পারাজের। তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। দর্শক পর্দায় তাকে নানা আমেজ, ইমেজ, স্বাদের গল্প ও চরিত্রে দেখেছেন। তবে সবকিছু ছাপিয়ে ত্রিভূজ প্রেমের সিনেমায় স্যাক্রিফাইসিং চরিত্রগুলোতে বা ব্যর্থ প্রেমিকের চরিত্রে বাপ্পারাজ ঢালিউডের একটি ব্র্যান্ড এবং দারুণ সাফল্যের উদাহরণ।

‘প্রেমের সমাধি’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘ভুলোনা আমায়’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘ভালোবাসা কারে কয়’ ইত্যাদি সিনেমাগুলো বাপ্পারাজকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা।

Advertisement