Homeসব খবরজেলার খবরবাণিজ্যিকভাবে পান চাষ, লাভবান কৃষকরা

বাণিজ্যিকভাবে পান চাষ, লাভবান কৃষকরা

চলতি মৌসুমে নওগাঁ জেলার ধামইরহাটে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে পান চাষ। এ উপজেলায় পান চাষ করে এক কৃষক সফলতা পেয়েছে। বর্তমানে তাকে অনুসরণ করে অনেকেই পান চাষে আগ্রহী হচ্ছেন। নওগাঁয় বাণিজ্যিকভাবে পান চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা।

জানা যায়, এ উপজেলার বিস্তৃর্ণ এলাকা জুড়ে শুধু ধান চাষ হয়ে থাকে। এখানকার অধিকাংশ মাটি কর্মাক্ত ও আঠালো যা এঁটেল মাটি হিসেবে পরিচিত। কৃষি বিভাগের তৎপরতা ও কৃষকের চাহিদার প্রয়োজনে অনেক এলাকায় এখন বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হচ্ছে। এতে কৃষকরা আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছেন।

কৃষক মোজাম্মেল বলেন, জয়পুরহাট সদর থানার বিঞ্চুপুর গ্রাম থেকে শখের বসে পানের কাণ্ড সংগ্রহ করি। পরে বাড়ির পাশে ১২ শতাংশ জমিতে ওই পানের কাণ্ডগুলো রোপণ করি। পান গাছ রোপণের ছয় মাসের মধ্যে পান তোলা শুরু হয়েছে। পান বেশ সুস্বাদু।

উপজেলার কৃষি কর্মকর্তারা বলেন, লাভজনক হওয়ার কারণে পান চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। একবার বরজে পান গাছ লাগানো হলে তা প্রায় ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত বেঁচে থাকে। আমরা পান চাষিদের সহযোগিতা করে যাচ্ছি।

Advertisement