Homeসব খবরজেলার খবরবাজারে আসছে আগাম জাতের শীতের সবজি

বাজারে আসছে আগাম জাতের শীতের সবজি

নওগাঁর বদলগাছীতে উপজেলার বাজারে আসতে শুরু করেছে আগাম জাতের কপি, শিমসহ শীতের বিভিন্ন সবজি। উপজেলার কিছু কৃষক আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, পালংশাক বাজারে নিয়ে আসছেন। আগাম জাতের এসব সবজি চাষ করে তারা লাভবান হচ্ছেন।

বদলগাছী সদরসহ উপজেলার হাটবাজারগুলোতে দেখা যাচ্ছে নতুন ফুল কপি প্রতি কেজি ১২০ টাকা, বাধা কপি ৮০ টাকা, শিম ১৬০ টাকা, মুলা ৫০ টাকা, পালংশাক ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আধাইপুর গ্রামের শুনীল, জব্বার, কেশাইল গ্রামের জামান, ফারুক বলেন, আগাম সবজি চাষ করায় সমস্যাও আছে। আকাশের আবহাওয়া ভালো না হলে সবজির চারা নষ্ট হয়। তাতে ক্ষতির আশঙ্কা বেশি থাকে।

Advertisement