Homeসব খবরবিনোদনবাজারের সবচেয়ে কম দামি জিনিস হচ্ছে মানুষ : ওমর...

বাজারের সবচেয়ে কম দামি জিনিস হচ্ছে মানুষ : ওমর সানী

প্রায় সময়েই দেখা যায় নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের লিখা পোস্ট করেন নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি। এবার এই নায়ক বাজার নিয়ে নিজের হতাশার কথা জানালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়ক।

মঙ্গলবার (৭ নভেম্বর) ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস লিখেন তিনি। যেখানে তিনি বলেন, বাজারে সবচেয়ে কম দামি জিনিসের নাম হচ্ছে মানুষ।

ওমর সানীর এই বক্তব্যের সঙ্গে অবশ্য একমত পোষণ করেছেন অনেক নেটিজেন। অনেকেই তার সেই পোস্টে ইতিবাচক মন্তব্য করে এই নায়ককে সমর্থন করছেন।

প্রসঙ্গর, গত ১৭ সেপ্টেম্বর নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছিলেন, সাধারণ মানুষ কি খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কী খাব? আর পারছি না রাষ্ট্র।

Advertisement