Homeসব খবরবিনোদনবাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন অভিনেতা টুটুল চৌধুরী

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন অভিনেতা টুটুল চৌধুরী

অতিরিক্ত পরিচালক থেকে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন অভিনেতা খাইরুল আলম টুটল চৌধুরী। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে টুটুল চৌধুরীকে পরিচালক পদে পদোন্নতি পত্র দেওয়া হয়েছে।

১৯৯৯ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছিলেন টুটুল চৌধুরী। এরপর তিনি উপ-পরিচালক, যুগ্ম পরিচালক, অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এখন তিনি পঞ্চম পদন্নোতি পেয়ে পরিচালক হয়েছেন।

টুটুল চৌধুরী বলেন, ছোটবেলা থেকে প্রয়াত আবদুল্লাহ আল মামুন ভাইয়ের থিয়েটারে যুক্ত ছিলাম। ব্যাংকে চাকরি করলেও অভিনয়টা নেশার মতো। সবসময় অফিস থেকে অনুমতি নিয়ে অভিনয় করেছি। তাছাড়া ছুটির দিনে বিশ্রাম না নিয়ে শুটিং করেছি। এই দুইটা মেইনটেইন করতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, এখনো করে যাচ্ছি।

প্রায় পাঁচ শতাধিকেরও বেশি নাটকে অভিনয় করেছেন টুটুল চৌধুরী। একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘কানামাছি’ সিনেমা। বর্তমানে বকুলপুর, প্রবাসী পরিবার, জাদুনগরসহ আরো একাধিক সিরিয়ালে অভিনয় করে যাচ্ছেন টুটুল চৌধুরী।

Advertisement