Homeসব খবরক্রিকেটবাংলাদেশ আমাদের দেখিয়েছে এই উইকেটে কিভাবে খেলতে হয় :...

বাংলাদেশ আমাদের দেখিয়েছে এই উইকেটে কিভাবে খেলতে হয় : টম লাথাম

নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়লো বাংলাদেশ। প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২ ফাস্ট বোলার এবাদত হোসেন এবং তাসকিন আহমেদের দাপটে বোলিংয়ে দিশেহারা হয়ে গেছে নিউজিল্যান্ড। গতকাল নিউজিল্যান্ডের ৫ উইকেটের মধ্যে চারটি উইকেট তুলে নেন এবাদত হোসেন। আজও বল হাতে তিনি তুলে নিয়েছেন দুই উইকেট।

তবে তার সাথে যোগ দিয়েছিলেন তাসকিন। তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট। চিরাচরিত স্পিননির্ভর আক্রমণ থেকে বেরিয়ে পেস দিয়েই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার কাজটা ভালোভাবেই করেছে বাংলাদেশ। পুরো ম্যাচ জুড়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই চমৎকার করেছে বাংলাদেশ। যার কৃতিত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ম্যাচ শেষে তিনি মেনে নিয়েছেন মাউন্ট মঙ্গানুইয়ের উইকেটে কীভাবে খেলা দরকার তা বাংলাদেশই তাদেরকে দেখিয়ে দিয়েছে। ম্যাচ শেষে নিউজিল্যান্ডের অধিনায়ক বলেন,

“আমরা তিন বিভাগেই ঠিক ঐ মানের ক্রিকেট খেলতে পারিনি। বাংলাদেশ নিশ্চিতভাবেই আমাদেরকে দেখিয়েছে এমন উইকেটে কীভাবে খেলতে হবে। তারা জুটি গড়তে পেরেছে এবং এবং আমাদের ওপর চাপ সৃষ্টি করেছে। দুর্ভাগ্যবশত আমরা লম্বাসময় ধরে এটি করতে পারিনি।”

“আমরা জানতাম পুরো বিষয়টা ঠিক কেমন হতে পারে। যদি আমরা প্রথম ইনিংসের দিকে তাকাই, যে অবস্থানে ছিলাম সেখান থেকে যদি ৪৫০ রান করতে পারতাম তাহলে পুরো গল্পটা ভিন্ন হতে পারতো। তবে অবশ্যই বাংলাদেশ দলের পূর্ণ কৃতিত্ব, তাদের এ জয় প্রাপ্য।”

Advertisement