Homeসব খবরবিনোদনবলিউড নায়িকার সঙ্গে শাকিব খানের নতুন মিশন শুরু

বলিউড নায়িকার সঙ্গে শাকিব খানের নতুন মিশন শুরু

সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্যান-ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করছেন অনন্য মামুন। শিরোনাম ‘দরদ’। সাম্প্রতিক সময়ে এ সিনেমা নিয়ে নানা গুঞ্জনই চাউর হয়েছিল। অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার অবসান! প্রথমবারের মতো বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে সামনে এলেন সুপারস্টার শাকিব খান।

গত বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘দরদ’ টিম। এতে শাকিব-সোনালসহ উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক-পরিচালকও। সংবাদ সম্মেলনে দেখা যায়, শাকিবের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের সোনাল চৌহান। কেননা গত মঙ্গলবার মুম্বাই পৌঁছার পর থেকেই হিন্দি শেখার চেষ্টা করছেন শাকিব। আর সেই সাক্ষী নায়িকাসহ অনেকেই।

শাকিব খান বলেন, ‘হিন্দি শেখার চেষ্টা করছি। যে কারণে গতকাল (মঙ্গলবার) থেকে এই সংবাদ সম্মেলন পর্যন্ত সবার সঙ্গেই একটু একটু হিন্দি বলছি।’ শাকিবের এই কথায় তাল মিলিয়ে সোনাল বলেন, ‘নট বেড। ভেরি গুড।’ (মন্দ না। খুবই ভালো।)

‘দরদ’-এর মাধ্যমেই প্রথমবার বাংলাদেশি সিনেমায় যুক্ত হলেন সোনাল চৌহান। বললেন, ‘প্রথমবারের মতো আমি বাংলাদেশি সিনেমায় কাজ করছি। যতদূর জানি সিনেমাটিও প্রথম ইন্দো-বাংলা প্যান ইন্ডিয়ান সিনেমা। নিঃসন্দেহে আমি খুব রোমাঞ্চিত। আশা করছি, বাংলাদেশ-ইন্ডিয়ার যৌথ প্রযোজনার এই ছবিটি আমার জন্য ভালো একটা অভিজ্ঞতা হবে। সিনেমার কোনো ভাষা নেই। একটি ভালো গল্প যেকোনো ভাষার সিনেমাই হতে পারে।’

আজ ২৭ অক্টোবর থেকে ভারতের বারানসিতে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এরইমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।

Advertisement