Homeসব খবরবিনোদনবজরঙ্গি ভাইজানের ছোট্ট মুন্নি এখন অনেক বড়, ভাইরাল হলো...

বজরঙ্গি ভাইজানের ছোট্ট মুন্নি এখন অনেক বড়, ভাইরাল হলো ছবি!

সালমান খান-কারিনা কাপুর অভিনীত সুপারহিট সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। ২০১৫ সালে মুক্তি পাওয়া সেই সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হওয়া চরিত্র মুন্নি। এই মুন্নি চরিত্রে অভিনয় করেছিল ফুটফুটে পুতুলের মতো ছোট্ট মেয়ে হরশালি মালহোত্রা। মূলত মুন্নিকে নিয়েই ছবির গল্প। যাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য জীবন বাজি রেখেছিলেন বজরঙ্গি ভাইজান। সেই মুন্নি এখন ধীরে ধীরে বড় হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি পোস্ট করে হরশালি মালহোত্রা। সেই ছবিই এখন ভাইরাল সবখানে।

সিনেমায় যেমন দেখা গিয়েছিল, বর্তমানের ছবির সঙ্গে মেলালে অবাক হতে হয়। অনেকেই যেমন বলেছেন, যে মেয়েটি মুন্নিতে অভিনয় করেছিল, সে এই মেয়ে নয়। বিশ্বাসই করতে চাননি যে ইনস্টাগ্রামে পোস্ট করা মিষ্টি মেয়েটি সত্যিই হরশালি কিনা। ছবিতে লালা চুরিদারে সেই মিষ্টি হাসির ছোঁয়ায় দেখা গেছে হরশালিকে। বাড়িতে রঙ্গোলির সামনে প্রদীপ জ্বালিয়ে ছবি তুলেছে সে। সকলকে হ্যাপি দিওয়ালি জানিয়ে পোস্ট করেছে ছবিগুলো। যদিও কোন বছরের দিওয়ালির ছবি তা ষ্পষ্ট নয়।

শুধু দিওয়ালিই নয়, ভাইফোঁটা উপলক্ষে তার ভাইয়ের সঙ্গেও ছবি শেয়ার করেছে হরশালি। সেখানে একটি হালকা গোলাপি রঙের সালোয়ার-কামিজ পরে আছে সে। ভাইয়ের মঙ্গল কামনায় কপালে ফোঁটা দেওয়ার ছবি তুলে ভক্তদের জন্য শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। তাকে নতুন সিনেমায় আবার দেখা যাবে সে অপেক্ষায় তার অনেক ভক্ত।

Advertisement