Homeসব খবরজেলার খবরবগুড়ায় দুই দিনের গরুর মেলা শুরু

বগুড়ায় দুই দিনের গরুর মেলা শুরু

এবার বগুড়ায় শুরু হয়েছে দুই দিনের উত্তরবঙ্গ গরুর মেলা। বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএ) জেলার মম ইন ইকো পার্কে এ মেলার আয়োজন করেছে। মেলা চলবে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত। আয়োজকরা বলছেন, প্রান্তিক খামারিদের ন্যায্য মূল্যে গরু বিক্রির সুযোগ করে দিতেই এ আয়োজন।

দুই দিনের এ মেলা দেখতে মম ইন ইকো পার্কে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীদের ও খামারীরা। প্রথম দিনের মেলার মূল আকর্ষণ ছিল গরুর র‍্যাম্প শো। আয়োজকরা জানান, র‍্যাম্পে আসা ক্যাপটেন আমেরিকা নামের রেড ব্রাহমা জাতের একটি গরু বিক্রি হয়েছে ৫০ লাখ টাকায়। বগুড়া আরকে এগ্রোর কাছ থেকে গরুটি কিনেছেন চাটগাঁ এগ্রোর সাদিফ।

সাদিফ জানিয়েছেন, গরুটি ব্রিডিংয়ের জন্য কিনেছেন তিনি। মেলায় আসা দর্শনার্থীরা বলছেন, এতো বড় গরু তাঁরা আগে কখনো দেখেননি। মেলার প্রধান সমন্বয়কারী তৌহিদ পারভেজ বিপ্লব বলেন, ‘উত্তরবঙ্গে এমন মেলা আগে কেউ কখনো দেখেনি। প্রত্যাশার চেয়েও বেশি সারা পাওয়া গেছে।’

এবারের মেলায় ১৫ কোটি টাকার গরুর বেচা–কেনা হবে বলে আশা করছেন তৌহিদ। ভবিষ্যতে আরও বড় আয়োজনের কথাও জানান তিনি।

Advertisement