Homeসব খবরজেলার খবরফেলে যাওয়া ৯ লাখ টাকা ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন...

ফেলে যাওয়া ৯ লাখ টাকা ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন ভ্যানচালক

অটোভ্যানের ওপর ফেলে যাওয়া যাত্রীর ৯ লাখ টাকা ফেরত দিয়ে সততার পরিচয় দিয়েছেন ভ্যানচালক স্বন্দীপন। ভ্যানচালক স্বন্দীপন মেহেরপুর জেলার গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের খ্রিস্টান পাড়ার বাসিন্দা ও খ্রিস্টান সম্প্রদায়ের মনার ছেলে।

রোববার দুপুরে গাংনী উপজেলা শহরের সবজি আড়ত ব্যবসায়ী সাহাজুল ইসলামের ফেলে যাওয়া ৯ লাখ টাকা ফেরত দেন তিনি। গাংনী বাজার কমিটির সভাপতি সালাহ উদ্দীন শাওনসহ স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে ভ্যানচালক স্বন্দীপন টাকার মালিক সাহাজুল ইসলামের হাতে টাকা তুলে দেন।

টাকা ফেরত পেয়ে গাংনী বাজারের বিশিষ্ট সবজি আড়ত ব্যবসায়ী সাহাজুল ইসলাম জানান, সকালে গাংনী কাঁচা বাজার এলাকা থেকে স্বন্দীপনের পাখিভ্যানে চড়ে আমার নিজ বাড়িতে আসি। টাকার ব্যাগটি ভ্যানের চালকের সিটের পেছনে হুকের সঙ্গে ঝুলিয়ে রেখেছিলাম। ভ্যান থেকে নেমে যাওয়ার সময় টাকার ব্যাগটি নিতে ভুলে গিয়েছিলাম। মনে মনে ভ্যানচালককে খুঁজছিলাম। এ সময় ভ্যানচালক স্বন্দীপন টাকার ব্যাগটি নিয়ে আমাকেও খুঁজছিলেন। পরে বাজার কমিটির সভাপতি সালাহ উদ্দীন শাওনের মাধ্যমে আমাকে টাকা ফিরিয়ে দেন।

এদিকে ভ্যানচালক স্বন্দীপনের এমন সততা দেখে গাংনী বাজার কমিটির সভাপতি সালাহ উদ্দীন তার ফেসবুক পেজে লিখেছেন, আমি আজ সত্যিই গর্বিত যে, স্বন্দ্বীপনের মতো মানুষের প্রতিনিধি হতে পেরে।

Advertisement