Homeসব খবরজেলার খবরফের ১২ জুন থেকে চালু হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ...

ফের ১২ জুন থেকে চালু হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেন

রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী বলেছেন, ইঞ্জিন ও কর্মী সংকটে বন্ধ রাখা চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেনটি ১২ জুন থেকে আবারো বিশেষ ট্রেন হিসেবে চলাচলের পরিকল্পনা রয়েছে। শুক্রবার (৩১ মে) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।

সরদার সাহাদাত আলী বলেন, বেশ কিছুদিন ধরেই লোকোমাস্টার, গার্ড স্বল্পতা ও মিটারগেজ ইঞ্জিনের সংকট। কিছু ইঞ্জিন ট্র্যাকশন মোটরের সমস্যা দেখা দেওয়া ও দুর্ঘটনার কারণে নিয়মিত ট্রেন চালানো কষ্টসাধ্য হয়ে পড়ে। সামনে ঈদ। ইঞ্জিনগুলো একটু ভালোভাবে চেক করাও দরকার।

ডিজি আরো বলেন, কক্সবাজারের ট্রেনটা নিয়মিত ট্রেন না। এটা গত ঈদুল ফিতর থেকে যাত্রী চাহিদা বিবেচনায় স্পেশাল ট্রেন হিসেবে চালানো হচ্ছিল। আবার আগামী ১২ জুন থেকে ঈদ স্পেশাল হিসেবে চালানোর পরিকল্পনা আছে।

ঈদুল ফিতর উপলক্ষে গত ৮ এপ্রিল থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি চালু করেছিল কর্তৃপক্ষ। যাত্রী চাহিদা ও স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ট্রেনটি চালু রাখার সময়সীমা ৩০ মে পর্যন্ত বর্ধিত করা হয়।

এর আগে, ট্রেনটি বন্ধের ঘোষণা দেওয়া চিঠিতে বলা হয়, ইঞ্জিন ও কর্মী সংকটে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলাচলকারী একমাত্র ও বিশেষ ট্রেনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (৩০ মে) থেকে ট্রেন বন্ধ রাখতে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ে (ডিআরএম) চিঠি দিয়েছে রেলওয়ের যান্ত্রিক বিভাগ। ফলে বুধবার (২৯ মে) শেষবারের মতো চলেছে ট্রেনটি।

Advertisement